Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ১৬ মে: দেখে নিন আপনার কেমন যাবে সোমবার!

Last Updated:

এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে! (Numerology Suggestions)

Numerology Suggestions
Numerology Suggestions
#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
অর্থ সম্পর্কে সচেতন হওয়া দরকার। কোনও আইনি সমাধানের জন্য বন্ধু বা পরিবারের সমর্থন মিলবে।
advertisement
শুভ রঙ: কমলা
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে আশ্রমে হলুদ চাল দান করুন
advertisement
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
অন্যদের বিশ্বাস করে দায়িত্ব দেওয়ার আগে দু’বার ভাবা প্রয়োজন। ব্যক্তিগত সমস্যা দূরে রেখে নিজের কেরিয়ারের কথা ভাবতে হবে।
শুভ রঙ: আকাশি ও হলুদ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২ ও ৬
দান: মন্দিরে অথবা দরিদ্রকে চিনি দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাফল্যের সম্ভাবনা। নিজের মনের কথা শুনে চলুন।
advertisement
শুভ রঙ: লাল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩, ১
দান: দরিদ্রকে কাচা হলুদ দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
পুরনো এবং নতুন কাজের চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি, একই সঙ্গে সন্তানের জন্য গর্ব বোধ কালকের দিনটি তৈরি করবে।
advertisement
শুভ রঙ: নীল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে দরিদ্রকে লেবু জাতীয় ফল দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
সমস্ত সুযোগকে কাজে লাগাতে হবে। কাজের স্বীকৃতি এবং পুরস্কার পাওয়া যাবে কালকের দিনে।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
advertisement
দান: অনুগ্রহ করে দরিদ্রকে ময়দা দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
ভালবাসা আর প্রতিশ্রুতিতে ভরা একটি দিন। তবে প্রতারকদের থেকে খুব সাবধান থাকতে হবে।
শুভ রঙ: নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: রুপোর মুদ্রা দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
অংশীদারিত্বের ব্যবসায় যুক্ত না থাকলে ব্যবসা খুবই ভাল চলবে। ভালবাসা এবং সততার মর্যাদা পাওয়া যাবে।
advertisement
শুভ রঙ: কমলা ও নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে হলুদ কাপড় দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
নিত্য কাজের ব্যস্ততার মধ্যেই নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি।
শুভ রঙ: সমুদ্র নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
advertisement
দান: গবাদি পশুকে সবুজ শস্য দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
কাজ এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে জনপ্রিয়তাই মূল মন্ত্র। দিনের শুরুটা ভাল করতে লাল বস্ত্র পরিধান করুন।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯ ও ৬
দান: কোনও মহিলাকে কমলা বস্ত্র দান করুন
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ১৬ মে: দেখে নিন আপনার কেমন যাবে সোমবার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement