Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৩১ মার্চ, দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Numerology Suggestions: সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!

সংখ্যা তত্ত্বে ৩১ মার্চ
সংখ্যা তত্ত্বে ৩১ মার্চ
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
নিজের দক্ষতায় কর্মক্ষেত্রে জয় লাভ করা সম্ভব হবে। নেতৃ স্থানীয় ব্যক্তিরা আনুগত্য পাবেন।
advertisement
শুভ রঙ: সবুজ
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১
দান: অনুগ্রহ করে হলুদ লেবুজাতীয় ফল দান করুন
advertisement
সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
বিতর্কে জড়ানোর আশঙ্কা রয়েছে। কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য রক্ষা করা জরুরি।
শুভ রঙ: সি ব্লু
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে গবাদি পশুকে পানীয় জল দান করুন
সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
advertisement
স্বপ্ন পূরণ হতে পারে। নিজের প্রচেষ্টার স্বীকৃতি পাওয়া যাবে। বিনিয়োগের জন্য আদর্শ সময়।
শুভ রঙ: টিল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে মন্দিরে কুমকুম দান করুন
সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
কর্মব্যস্ততা অব্যাহত থাকবে। কাগজের নথি সংরক্ষণ করতে হবে। ভ্রমণ এসময় না করাই ভাল। আইনি কাজে সময় কাটবে।
advertisement
শুভ রঙ: নীল
শুভ দিন: শনিবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে বৃদ্ধাশ্রমে সবুজ গাছপালা দান করুন
সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
সহকর্মী ও স্বল্প পরিচিত মানুষের থেকে সাবধান। নিজের আবেগ সংযত রাখতে হবে। বিনিয়োগ এসময় না করাই ভাল।
শুভ রঙ: সবুজ
শুভ দিন: বুধবার
advertisement
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে শিশুদের গাছের চারা দান করুন
সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
জীবনের সন্তুষ্টি বজায় থাকবে। পরিবার, বন্ধু ও সহকর্মীদের সাহায্য, সমর্থন পাওয়া যাবে।
শুভ রঙ: অ্যাকোয়া
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে মিছরি নিবেদন করুন
advertisement
সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
আইনি কাগজপত্র-সহ সমস্ত নথি আরও একবার খতিয়ে দেখা প্রয়োজন। পরিস্থিতির সঙ্গে আপোষ করতে হতে পারে।
শুভ রঙ: হলুদ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে মন্দিরে হলুদ কাপড় দান করুন
সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
advertisement
অর্থ ও পারিবারিক প্রতিপত্তি বজায় থাকবে। অর্থের জোরেই আইনি জটিলতার সমাধান করা সম্ভব হবে।
শুভ রঙ: গাঢ় সবুজ
শুভ দিন: শনিবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের পাদুকা দান করুন
সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
প্রেম নিবেদন করার জন্য আপাতত কিছুদিন অপেক্ষা করাই ভাল। ব্যবসা সংক্রান্ত চুক্তি অবশ্য মসৃণ ভাবেই স্বাক্ষরিত হবে।
শুভ রঙ: কমলা
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে লাল মুসুর ডাল দান করুন
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৩১ মার্চ, দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement