Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৩ জানুয়ারি; দেখুন কেমন যাবে কালকের দিন

Last Updated:

সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে!

সংখ্যাতত্ত্বে ৩ জানুয়ারি
সংখ্যাতত্ত্বে ৩ জানুয়ারি
#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
বাকশক্তির জোরে প্রতিকূল পরিবেশ অনুকূলে আসবে, ভবিষ্যতে উন্নতি হবে।
advertisement
শুভ রঙ: কমলা
শুভ দিন: রবিবার এবং বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩
দান: অনুগ্রহ করে দরিদ্রদের সরষের তেল দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
নানা কূটনৈতিক চিন্তা মাথায় ঘুরতে, সতর্ক হয়ে কথা না বললে মুশকিলে পড়তে হবে।
advertisement
শুভ রঙ: পিচ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২, ৬
দান: অনুগ্রহ করে মন্দিরে জোড়া নারকেল দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
আকর্ষক স্বভাবের জন্য কর্মক্ষেত্রে সমাদর মিলবে, নতুন সম্পর্কও শুরু হতে পারে।
advertisement
শুভ রঙ: লাল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩, ১
দান: অনুগ্রহ করে মন্দিরে সরষে বীজ দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
অন্যদেরও কথাও শোনা দরকার এবার, গুরুত্বপূর্ণ কাজে এখনই হাত না দেওয়া ভাল।
শুভ রঙ: নীল এবং হলুদ
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
advertisement
দান: অনুগ্রহ করে দরিদ্রদের একজোড়া করে বস্ত্র দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
শেয়ারে বিনিয়োগে লাভ হবে, বাস্তববাদী মনোভঙ্গী দ্বারা কাউকে আঘাত না করাই ভাল।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে অনাথ আশ্রমে সবুজ ফল দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
ভবিষ্যতের দিন সুখে পরিপূর্ণ হবে- বর্তমান নিয়ে দুশ্চিন্তা এখন অনর্থক।
শুভ রঙ: নীল এবং সি গ্রিন
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আশ্রমে ময়দা বা লবণ দান করুন
advertisement
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
ব্যক্তিগত জীবনে সমস্যা থাকবে, তবে প্রাপ্তমনস্ক সিদ্ধান্ত ভবিষ্যতে কাজে আসবে।
শুভ রঙ: হলুদ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে পরিচারিকাকে হলুদ বস্ত্র দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
নানা পরিকল্পনা স্থগিত করতে হতে পারে, বয়স্ক কারও পরামর্শ কাজে আসবে।
advertisement
শুভ রঙ: সি ব্লু
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে গবাদি পশুকে সবুজ শস্য দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
ক্রোধ সংযমে রেখে আচরণ বাঞ্ছনীয়, পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটতে পারে।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯, ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের তরমুজ দান করুন
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৩ জানুয়ারি; দেখুন কেমন যাবে কালকের দিন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement