Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৩ জানুয়ারি; দেখুন কেমন যাবে কালকের দিন
- Published by:Raima Chakraborty
- trending desk
Last Updated:
সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে!
#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
বাকশক্তির জোরে প্রতিকূল পরিবেশ অনুকূলে আসবে, ভবিষ্যতে উন্নতি হবে।
advertisement
শুভ রঙ: কমলা
শুভ দিন: রবিবার এবং বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩
দান: অনুগ্রহ করে দরিদ্রদের সরষের তেল দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
নানা কূটনৈতিক চিন্তা মাথায় ঘুরতে, সতর্ক হয়ে কথা না বললে মুশকিলে পড়তে হবে।
advertisement
শুভ রঙ: পিচ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২, ৬
দান: অনুগ্রহ করে মন্দিরে জোড়া নারকেল দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
আকর্ষক স্বভাবের জন্য কর্মক্ষেত্রে সমাদর মিলবে, নতুন সম্পর্কও শুরু হতে পারে।
advertisement
শুভ রঙ: লাল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩, ১
দান: অনুগ্রহ করে মন্দিরে সরষে বীজ দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
অন্যদেরও কথাও শোনা দরকার এবার, গুরুত্বপূর্ণ কাজে এখনই হাত না দেওয়া ভাল।
শুভ রঙ: নীল এবং হলুদ
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
advertisement
দান: অনুগ্রহ করে দরিদ্রদের একজোড়া করে বস্ত্র দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
শেয়ারে বিনিয়োগে লাভ হবে, বাস্তববাদী মনোভঙ্গী দ্বারা কাউকে আঘাত না করাই ভাল।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে অনাথ আশ্রমে সবুজ ফল দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
ভবিষ্যতের দিন সুখে পরিপূর্ণ হবে- বর্তমান নিয়ে দুশ্চিন্তা এখন অনর্থক।
শুভ রঙ: নীল এবং সি গ্রিন
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আশ্রমে ময়দা বা লবণ দান করুন
advertisement
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
ব্যক্তিগত জীবনে সমস্যা থাকবে, তবে প্রাপ্তমনস্ক সিদ্ধান্ত ভবিষ্যতে কাজে আসবে।
শুভ রঙ: হলুদ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে পরিচারিকাকে হলুদ বস্ত্র দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
নানা পরিকল্পনা স্থগিত করতে হতে পারে, বয়স্ক কারও পরামর্শ কাজে আসবে।
advertisement
শুভ রঙ: সি ব্লু
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে গবাদি পশুকে সবুজ শস্য দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
ক্রোধ সংযমে রেখে আচরণ বাঞ্ছনীয়, পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটতে পারে।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯, ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের তরমুজ দান করুন
Location :
First Published :
January 02, 2023 8:29 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৩ জানুয়ারি; দেখুন কেমন যাবে কালকের দিন