Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২২ নভেম্বর; দেখুন কেমন যাবে কালকের দিন

Last Updated:

এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!

সংখ্যাতত্ত্বে ২২ নভেম্বর
সংখ্যাতত্ত্বে ২২ নভেম্বর
#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তা সত্ত্বেও নিজের লক্ষ্য পূরণ করতে হবে। আর তার জন্য কঠোর পরিশ্রম করতেই হবে।
advertisement
শুভ রঙ: নীল এবং বেগুনি
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আশ্রমে গম দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
ভ্রমণের সময় নিজের জিনিসপত্র সামলে রাখতে হবে। অন্যরা আপনার লক্ষ্য এবং অনুভূতিকে দমিয়ে রাখতে চাইতে পারে।
advertisement
শুভ রঙ: আকাশী
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে মন্দিরে সাদা মিষ্টি দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
স্পষ্ট ভাবে কথা বলতে হবে, তাতে বিভ্রান্তিতে পড়তে হবে না। প্রেমের ক্ষেত্রে অনুভূতির আদান-প্রদান এবং ভবিষ্যতের পরিকল্পনা হবে।
advertisement
শুভ রঙ: কমলা এবং নীল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ এবং ১
দান: অনুগ্রহ করে সহায়িকাকে জাফরান দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
নানা কাজের মধ্যেই থাকবেন। আর যে কোনও পরিকল্পনা বাস্তবায়নের কথাও ভাবতে হবে। আলস্য ঝেড়ে ফেলে কাজ করতে হবে।
শুভ রঙ: নীল
advertisement
শুভ দিন:শুক্রবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে এক ভিক্ষুককে টক ফল দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
আলস্য কাটিয়ে এবং সততা বজায় রেখেই সমস্ত লক্ষ্য পূরণ হবে। নিজের অতীতের কাজের জন্য স্বীকৃতি আসবে।
শুভ রঙ: অ্যাকোয়া
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে দরিদ্রদের কাঁচকলা দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
নতুন সুযোগের দিকে না-তাকিয়ে হাতে থাকা সুযোগের উপরেই মনোনিবেশ করতে হবে। নিজের দক্ষতা বাড়ানো যেতে পারে।
শুভ রঙ: টিল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের মিষ্টি দান করুন
advertisement
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
ভবিষ্যতে উন্নতির জন্য কোনও কোর্স বা ক্লাসে ভর্তি হওয়া যেতে পারে। সম্পর্কে ওঠা-পড়া থাকবে, তাই বেশি আলাপ- আলোচনা এড়িয়ে চলাই ভাল।
শুভ রঙ: হলুদ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে মন্দিরে সূর্যমুখী তেল দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
জ্ঞান আহরণ করেই অনেকটা সময় কেটে যাবে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের অন্তর্দৃষ্টিকে কাজে লাগাতে হবে।
advertisement
শুভ রঙ: বাদামী এবং কালো
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে এক দরিদ্রকে লাল ফল দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
আচমকাই হাতে টাকা আসতে পারে। কাজ এবং লেনদেনেই অনেকটা সময় কেটে যাবে। সম্পর্কের ক্ষেত্রে সাবধানেই কথাবার্তা বলতে হবে।
শুভ রঙ: কমলা
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৩ এবং ৯
দান: অনুগ্রহ করে দরিদ্রদের টম্যাটো দান করুন
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২২ নভেম্বর; দেখুন কেমন যাবে কালকের দিন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement