Numerology Suggestions: কেমন কাটবে জুন মাসটা? বছরের ষষ্ঠ মাসে কী কী চমক অপেক্ষা করে রয়েছে? যা বলছে সংখ্যাতত্ত্ব

Last Updated:

Numerology Predictions for June 2023: সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক জুন মাসে কার ভাগ্যে কী রয়েছে!

কেমন কাটবে জুন মাসটা? বছরের ষষ্ঠ মাসে কী কী চমক অপেক্ষা করে রয়েছে? যা বলছে সংখ্যাতত্ত্ব
কেমন কাটবে জুন মাসটা? বছরের ষষ্ঠ মাসে কী কী চমক অপেক্ষা করে রয়েছে? যা বলছে সংখ্যাতত্ত্ব
কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক জুন মাসে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
কোনও রকম তর্ক-বিতর্ক কিংবা সন্দেহ এড়িয়ে চলতে হবে। নিজের সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে।
advertisement
শুভ রঙ: হলুদ এবং নীল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ১ এবং ৩
দান: অনুগ্রহ করে দরিদ্রদের কলা দান করুন
advertisement
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
বন্ধু ও পরিবারের সঙ্গে গোটা মাসটা আনন্দে কেটে যাবে। নতুন চাকরি লাভ কিংবা বিদ্যমান চাকরিতে পদোন্নতি আসার সম্ভাবনা রয়েছে।
শুভ রঙ: নীল এবং গোলাপি
শুভ দিন: সোমবার এবং শুক্রবার
শুভ সংখ্যা: ২
দান: অনুগ্রহ করে ভিক্ষুকদের দুধ এবং চিনি দান করুন
advertisement
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
মাসের প্রথম দিকে না হলেও পরের দিকে কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে সাফল্য আসবে। আধ্যাত্মিকতা ও জ্ঞান বৃদ্ধির জন্য ভ্রমণে বেরোতে হবে।
শুভ রঙ: গোলাপি এবং পার্পল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ এবং ৬
দান: অনুগ্রহ করে কলা গাছে চিনির জল দান করুন
advertisement
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মাসের দ্বিতীয়ার্ধে। সন্তানের কারণে গর্বিত বোধ করবেন।
শুভ রঙ: পার্পল এবং ধূসর
শুভ দিন: মঙ্গলবার এবং শুক্রবার
শুভ সংখ্যা: ৯ এবং ৬
দান: অনুগ্রহ করে এক বন্ধুকে মানি প্ল্যান্ট দান করুন
advertisement
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
আর্থিক মুনাফা লাভ হবে। মূলত সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ থেকেই রিটার্ন আসবে। দীর্ঘকালীন সমস্যার সমাধানে পরিবার ও বন্ধুদের পাশে পাবেন।
শুভ রঙ: সবুজ এবং কমলা
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে কোনও পশুকে অথবা অনাথাশ্রমে সবুজ ফল দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
ভবিষ্যতের পরিকল্পনা অন্য কাউকে বলার অভ্যেস থেকে বিরত থাকতে হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করার জন্য সময়টা আদর্শ।
শুভ রঙ: বেগুনি
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আশ্রমে টক দই দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
advertisement
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করতে হবে। কাপড় অথবা চর্মজাত দ্রব্যের পরিবর্তে ধাতব সামগ্রী ব্যবহার করা বাঞ্ছনীয়।
শুভ রঙ: কমলা এবং টিল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭ এবং ৩
দান: অনুগ্রহ করে গৃহ পরিচারিকাকে মৌরি দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
বড়সড় সুযোগ আসতে চলেছে। তা গ্রহণ করা আবশ্যক। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। সম্পত্তি অথবা যন্ত্রপাতি কেনার ভাল সময় এটা।
শুভ রঙ: নীল এবং টিল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে অভাবীদের জুতো দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
এই মাসটি হিসেব করে চলতে হবে। না হলে অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে, তবে পারস্পরিক বিশ্বাস বজায় রাখা জরুরি।
শুভ রঙ: লাল এবং পার্পল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে দরিদ্র অথবা ভিক্ষুকদের ডালিম দান করুন
(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: কেমন কাটবে জুন মাসটা? বছরের ষষ্ঠ মাসে কী কী চমক অপেক্ষা করে রয়েছে? যা বলছে সংখ্যাতত্ত্ব
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement