Rashifal June 2023: বৃষ রাশির ভাগ্যোদয়, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সঙ্কট! কেমন কাটতে চলেছে জুন মাস?
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:Trending Desk
Last Updated:
পূর্ণিয়ার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত দয়ানাথ মিশ্র জানিয়েছেন যে, গ্রহের পরিবর্তনের কারণে, আগামী ১৬ জুন পর্যন্ত, অনেক রাশির জাতক-জাতিকারাই সমস্যায় পড়বেন।
কলকাতা: গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের কারণে বিভিন্ন সময় জাতক-জাতিকাদের জীবনে নানা সমস্যা দেখা যায়, আবার অনেক ক্ষেত্রে জাতক-জাতিকারা লাভবানও হন। আজকাল অনেকেই শুভ কাজ, ব্যবসা, চাকরি এবং অন্যান্য কাজ শুরু করার আগে তাঁদের রাশিচক্র এবং গ্রহ-নক্ষত্র বিচার করে দেখেন, যাতে তাঁরা যে কোনও কাজে লাভবান হতে পারেন। পূর্ণিয়ার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত দয়ানাথ মিশ্র জানিয়েছেন যে, গ্রহের পরিবর্তনের কারণে, আগামী ১৬ জুন পর্যন্ত, অনেক রাশির জাতক-জাতিকারাই সমস্যায় পড়বেন। এর জন্য কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করলেই সমস্যার সমাধান হতে পারে।
পণ্ডিত দয়ানাথ মিশ্র জানিয়েছেন যে সূর্য গত ১৭ মে, ২০২৩ তারিখে বৃষ রাশিতে প্রবেশ করেছেন। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পর্বে এই প্রবেশ ঘটেছে। সূর্য এখন রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন। মৃগশিরার দ্বিতীয় পর্ব পর্যন্ত সূর্য বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিতে সূর্যের আগমনের কারণে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা ক্ষেত্রে সাফল্য আসবে। জাতক-জাতিকারা নানান ভাবে উপকৃত হবেন। এর পাশাপাশি আগামী জুনে চন্দ্র বৃষ রাশিতে গমন করলে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য তা অত্যন্ত সুফল বয়ে আনবে। তবে তিনি জানিয়েছেন যে এই সময়ে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সমস্যায় পড়বেন। আগামী ১৬ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত এই সমস্যা বজায় থাকবে, তাই তাঁদের সতর্ক হওয়া দরকার।
advertisement
advertisement
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই প্রতিকার করুন, নিশ্চিত উপকার পাবেন-
advertisement
জ্যোতিষী দয়ানাথ মিশ্র বলেছেন যে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময় মুক্তা পরিধান করা উচিত। এই সময় ভগবান শিবের মন্ত্র জপ করতে হবে। এর পাশাপাশি শিবের পূজা করতে পারলে বৃশ্চিক জাতক-জাতিকাদের সমস্যা অনেকটাই কমে যাবে। এই প্রতিকার অবলম্বন করলে তাঁরা অবশ্যই উপকার পাবেন। তিনি আরও জানিয়েছেন এই সময়টি অন্যান্য রাশির জাতক-জাতিকাদের ওপর তেমন প্রভাব ফেলবে না, তাঁদের জীবনযাত্রা স্বাভাবিক থাকবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
June 01, 2023 9:43 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rashifal June 2023: বৃষ রাশির ভাগ্যোদয়, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের সঙ্কট! কেমন কাটতে চলেছে জুন মাস?