Numerology Suggestions: রবিবার জন্ম হলে কেমন হবে জীবন! দেখে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব

Last Updated:

সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্ম বার মিলিয়ে দেখে নেওয়া যাক জাতক-জাতিকার স্বভাব কেমন হতে পারে, কোন কোন ক্ষেত্রে তাঁর জোর বা দুর্বলতা, কোন পেশাই বা হবে আদর্শ।

সংখ্যাতত্ত্ব
সংখ্যাতত্ত্ব
কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। আবার জন্মবারের সঙ্গে রয়েছে এক অঙ্গাঙ্গি সম্পর্ক।
এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্ম বার মিলিয়ে দেখে নেওয়া যাক জাতক-জাতিকার স্বভাব কেমন হতে পারে, কোন কোন ক্ষেত্রে তাঁর জোর বা দুর্বলতা, কোন পেশাই বা হবে আদর্শ।
advertisement
advertisement
রবিবার যদি হয় জন্মবার তাহলে কেমন হতে পারে জীবন—
রবিবারের অধিপতি দেবতা সূর্য। তাই এই দিনে জন্ম যাঁদের তাঁদের মধ্যেও এক অসম্ভব শক্তি কাজ করে।
বিশেষ গুণাবলী:
এই দিনের জাতক-জাতিকারা বেশির ভাগ সময়ই স্বাধীনতাকামী স্বভাবের হয়ে থাকেন। সমস্ত ক্ষেত্রেই এঁরা সুপরিকল্পনা করতে পারেন। দৃঢ়চেতা, স্বপ্রতিভ, বুদ্ধিমান এই ব্যক্তিরা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে থাকেন। সেই সঙ্গে এঁদের মধ্যে কাজ করে শিল্পবোধও। এঁদের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্য একটি দিক হল দেশপ্রেম। এঁরা খুবই বিশ্বস্ত স্বভাবের হয়ে থাকেন, বিশেষত ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। কোনও সাক্ষাৎকারে এঁরা সব সময়ই অন্যকে আকৃষ্ট করার ক্ষমতা রাখেন।
advertisement
দুর্বলতা:
সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে এঁরা বেশ খানিকটা আধিপত্যকামী মনোভাব থাকেন। এই জন্যই এঁদের ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় খারাপ দিকে মোড় নেয়। বেশির ভাগ সময়ই দেখা যায় জাতক-জাতিকা খুব সহজে নিজের মনের কথা প্রকাশ করতে পারেন না। আবার কখনও আবেগ নিয়ন্ত্রণে রাখতেও ব্যর্থ হন এঁরা। এঁদের মাথায় সব সময় অদ্ভুত অদ্ভুত সব পরিকল্পনা ঘুরতে থাকে।
advertisement
উপযুক্ত পেশা:
রবিবারের জাতক-জাতিকাদের জন্য আদর্শ পেশা হতে পারে সোলার পণ্য উৎপাদন বা ব্যবসা। দালালি ব্যবসাতেও এঁরা সাফল্য পেতে পারেন। গবেষণা, ক্রীড়া, নির্মাণ শিল্প, প্রতিরক্ষা, বিমান পরিষেবা ক্ষেত্রেও এঁরা বিশেষ সফল হয়ে থাকেন। ক্ষুদ্র ও কুটির শিল্প, বস্ত্র শিল্প, রাজনীতি, আইন, আমদানি ও রফতানি, খাদ্য শিল্পে এঁদের সাফল্যের হারও বেশি।
advertisement
পরামর্শ: প্রতিদিন সকালে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন।
জীবনের প্রারম্ভিক পর্যায়ে স্বাধীন থাকাই ভাল।
দান: দয়া করে আশ্রম বা মন্দিরে হলুদ চাল ও কাঁচা হলুদ দান করুন।
শুভ রঙ: হলুদ ও কমলা
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১ ও ৩
শুভ ধাতু: সোনা
শুভ দিন: পূ্র্ব
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: রবিবার জন্ম হলে কেমন হবে জীবন! দেখে নিন কী বলছে সংখ্যাতত্ত্ব
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement