November Festivals List 2023: দীপাবলি, ধনতেরাস থেকে ছট পূজা, নভেম্বর মাস জুড়েই আলোর মেলা, কোন উৎসব কবে পড়েছে, জেনে নিন দিনক্ষণ
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
November Festivals List 2023: কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায়ের কাছ থেকে জেনে নেওয়া যাক এই নভেম্বর মাসে কোন কোন উৎসব কোন কোন দিনে উদযাপিত হবে।
বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো সদ্যই শেষ হয়েছে৷ মা চলে যাওয়ায় সকলের মন ভারাক্রান্ত৷ আবারও এক বছরের অপেক্ষা৷ তবে বারো মাসে তেরো পার্বনের মধ্যে দুর্গাপুজোর কয়েকদিন পর হতে চলেছে লক্ষ্মীপুজো৷ তারপরই অপেক্ষা থাকে কালীপুজোর৷ আর কালীপুজো মানেই আলোর উৎসব। চলতি বছরে নভেম্বর মাসে পড়েছে কালীপুজো৷ এই নভেম্বর মাস উৎসবের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই নভেম্বর মাসে শুধু কালীপুজো নয়, করবা চৌথ, ধনতেরাস, দিওয়ালি, গোবর্ধন পূজা, ছট পূজা সহ অনেক বড় উৎসব রয়েছে। সুতরাং দুর্গাপুজো শেষ হতে না হতেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দীপাবলির৷
ক্যালেন্ডার অনুসারে, নভেম্বর মাস শুরু হয় কার্তিক কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি থেকে। এই দিনে পালিত হয় সংকষ্টী চতুর্থী ও করবা চৌথের উৎসব।
আরও পড়ুন-‘রণবীর সিং নয়, কাপুরের সঙ্গেই আমাকে ভাল মানায়’, দীপিকার মন্তব্যে তোলপাড়, তবে কি আবারও…
advertisement
আরও পড়ুন-ফোনের চার্জ শেষ? এবার চার্জার ছাড়াই নিমেষে হবে মোবাইল চার্জ! রইল ৩ ম্যাজিক টিপস
advertisement
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায়ের কাছ থেকে জেনে নেওয়া যাক এই নভেম্বর মাসে কোন কোন উৎসব কোন কোন দিনে উদযাপিত হবে। দেখে নিন দিনক্ষণ,
১ নভেম্বর – করভা চৌথ উপবাস এবং সংকষ্টী চতুর্থী৷ এই দিন বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করতে এই উপবাস পালন করে।
advertisement
৫ নভেম্বর – অহোই অষ্টমী
৯ নভেম্বর – রমা একাদশী৷ ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে রমা একাদশীর উপবাস পালন করে।
১০ নভেম্বর – ধনতেরাস, ধন্বন্তরী জয়ন্তী। এই দিন ভগবান ধন্বন্তরীর পূজা করার প্রথা রয়েছে, সেই সঙ্গে এই দিনে সমৃদ্ধির দেবী লক্ষ্মীরও পূজা করা হয়।
১১ নভেম্বর – ছোট দীপাবলি৷ এই দিনটিকে ছোট দিওয়ালি হিসেবেও পালন করা হয়।
advertisement
১২ নভেম্বর – দীপাবলি৷ দীপাবলি মানেই আলোর উৎসব৷
১৩ নভেম্বর- সোমবতী অমাবস্যা৷ বিবাহিত মহিলারা তাদের স্বামীর সৌভাগ্য এবং দীর্ঘায়ু কামনা করতে এই উপবাস পালন করে।
১৪ নভেম্বর- গোবর্ধন পুজো৷ গোবর্ধন পুজো হিন্দুদের একটি প্রধান উৎসব।
১৫ নভেম্বর – ভাইফোঁটা৷ এইদিন বোনেরা তাদের ভাইদের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা উৎসব উদযাপন করে।
advertisement
১৭ নভেম্বর – বৃশ্চিক সংক্রান্তি
১৯ নভেম্বর – ছট পূজা৷ ছট উত্সব সারা দেশে খুব আড়ম্বর সহকারে পালিত হয়। চার দিনব্যাপী এই উৎসব শুরু হয়।
২৩ নভেম্বর- দেব উথানী একাদশী।
২৭ নভেম্বর- কার্তিক পূর্ণিমা, দেব দীপাবলি৷ কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলির উৎসব পালিত হয়। এদিন কাশীর ঘাটে হাজারো প্রদীপ জ্বালানো হয়।
advertisement
(এই খবরটি ধর্মীয় বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে। নিউজ ১৮ এর সত্যতা নিশ্চিত করে না।)
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2023 8:31 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
November Festivals List 2023: দীপাবলি, ধনতেরাস থেকে ছট পূজা, নভেম্বর মাস জুড়েই আলোর মেলা, কোন উৎসব কবে পড়েছে, জেনে নিন দিনক্ষণ