Poila Baisakh:পয়লা বৈশাখের আগে বাড়ি থেকেই দূরে রাখুন এই অশুভ জিনিসগুলি, অন্য়থায় ছারখার হতে পারে জীবন

Last Updated:

Poila Baisakh:পয়লা বৈশাখের আগে বিশেষ কিছু নিয়ম মেনে চললেই দুঃখ-দুর্দশা যেমন জীবন থেকে দূর হবে তেমনই পূণ্যফল লাভ করতে পারবেন আপনিও৷

পয়লা বৈশাখের আগেই বাড়ি থেকেই দূরে রাখুন এই অশুভ জিনিসগুলি, অন্য়থায় ছারখার হতে পারে জীবন
পয়লা বৈশাখের আগেই বাড়ি থেকেই দূরে রাখুন এই অশুভ জিনিসগুলি, অন্য়থায় ছারখার হতে পারে জীবন
হাতে আর মাত্র কয়েকদিন৷ তারপরেই পয়লা বৈশাখ৷ পুরোনো সমস্ত কষ্ট ভুলে নতুনকে বরণ করে নেওয়ার দিন৷ বাংলা নতুন বছরের শুরুর দিনটি নিয়ে উন্মাদনা তুঙ্গে৷ বিশেষত বাঙালিদের কাছে এই বিশেষ দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ ১৫ এপ্রিল পয়লা বৈশাখ৷ এদিন থেকে শুরু হবে বৈশাখ মাস যা চলবে ১৪ মে ২০২৩ পর্যন্ত৷ বৈশাখ মাস হল শ্রী বিষ্ণুর মাস৷ শাস্ত্র মতে, এই মাসে গঙ্গাস্নান, দরিদ্র সেবা, দান-ধ্যান, এবং মন্ত্রপাঠ করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়৷ তবে পয়লা বৈশাখের আগে বিশেষ কিছু নিয়ম মেনে চললেই দুঃখ-দুর্দশা যেমন জীবন থেকে দূর হবে তেমনই পূণ্যফল লাভ করতে পারেন আপনিও৷
পয়লা বৈশাখের দিন ভুলেও কখনও ছেঁড়া জুতো রাখবেন না। এটা থাকলে অলক্ষ্মীর বাস হয়৷ যা জীবনে দারিদ্র বয়ে নিয়ে আসে৷ ভুলেও পয়লা বৈশাখের আগে এগুলো ঘরে রাখবেন না৷
পয়লা বৈশাখের সময়ে ভাঙা ঝাটা ঘরে রাখবেন না৷ এটি ঘরে থাকলে আশীর্বাদ তো পাবেনই না বরং মা লক্ষ্মী রুষ্ট হবেন৷
advertisement
advertisement
পয়লা বৈশাখের আগে ঘর থেকে ভাঙা বাসনপত্র রাখবেন না৷ কারণে এতে সংসারে অশান্তি আসবে৷ এবং মা লক্ষ্মীর কোনও আশীর্বাদ পাবেন না৷
বৈশাখ মাসে পয়লা বৈশাখের দিন শ্রী বিষ্ণুর আরাধনা করলে পূণ্যলাভ হবে৷ কারণ এই মাসেই ভগবান বিষ্ণু নানা অবতারে আবিভূর্ত হয়েছেন৷ সেই কারণে শ্রী বিষ্ণুর আরাধনা করলে জীবনের দুঃখ-দুর্দশা কেটে যাবে৷
advertisement
এই মাসেই আবার পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া৷ মা লক্ষ্মীকে প্রসন্ন করতে সোনা ও রূপো কেনাও শুভ বলে মনে করা হয়৷
হিন্দু শাস্ত্র মতে, এই বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা করার সমান পূণ্য়ফল লাভ হয়৷
(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Poila Baisakh:পয়লা বৈশাখের আগে বাড়ি থেকেই দূরে রাখুন এই অশুভ জিনিসগুলি, অন্য়থায় ছারখার হতে পারে জীবন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement