Poila Baisakh:পয়লা বৈশাখের আগে বাড়ি থেকেই দূরে রাখুন এই অশুভ জিনিসগুলি, অন্য়থায় ছারখার হতে পারে জীবন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Poila Baisakh:পয়লা বৈশাখের আগে বিশেষ কিছু নিয়ম মেনে চললেই দুঃখ-দুর্দশা যেমন জীবন থেকে দূর হবে তেমনই পূণ্যফল লাভ করতে পারবেন আপনিও৷
হাতে আর মাত্র কয়েকদিন৷ তারপরেই পয়লা বৈশাখ৷ পুরোনো সমস্ত কষ্ট ভুলে নতুনকে বরণ করে নেওয়ার দিন৷ বাংলা নতুন বছরের শুরুর দিনটি নিয়ে উন্মাদনা তুঙ্গে৷ বিশেষত বাঙালিদের কাছে এই বিশেষ দিনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ ১৫ এপ্রিল পয়লা বৈশাখ৷ এদিন থেকে শুরু হবে বৈশাখ মাস যা চলবে ১৪ মে ২০২৩ পর্যন্ত৷ বৈশাখ মাস হল শ্রী বিষ্ণুর মাস৷ শাস্ত্র মতে, এই মাসে গঙ্গাস্নান, দরিদ্র সেবা, দান-ধ্যান, এবং মন্ত্রপাঠ করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়৷ তবে পয়লা বৈশাখের আগে বিশেষ কিছু নিয়ম মেনে চললেই দুঃখ-দুর্দশা যেমন জীবন থেকে দূর হবে তেমনই পূণ্যফল লাভ করতে পারেন আপনিও৷
পয়লা বৈশাখের দিন ভুলেও কখনও ছেঁড়া জুতো রাখবেন না। এটা থাকলে অলক্ষ্মীর বাস হয়৷ যা জীবনে দারিদ্র বয়ে নিয়ে আসে৷ ভুলেও পয়লা বৈশাখের আগে এগুলো ঘরে রাখবেন না৷
পয়লা বৈশাখের সময়ে ভাঙা ঝাটা ঘরে রাখবেন না৷ এটি ঘরে থাকলে আশীর্বাদ তো পাবেনই না বরং মা লক্ষ্মী রুষ্ট হবেন৷
advertisement
advertisement
পয়লা বৈশাখের আগে ঘর থেকে ভাঙা বাসনপত্র রাখবেন না৷ কারণে এতে সংসারে অশান্তি আসবে৷ এবং মা লক্ষ্মীর কোনও আশীর্বাদ পাবেন না৷
বৈশাখ মাসে পয়লা বৈশাখের দিন শ্রী বিষ্ণুর আরাধনা করলে পূণ্যলাভ হবে৷ কারণ এই মাসেই ভগবান বিষ্ণু নানা অবতারে আবিভূর্ত হয়েছেন৷ সেই কারণে শ্রী বিষ্ণুর আরাধনা করলে জীবনের দুঃখ-দুর্দশা কেটে যাবে৷
advertisement
এই মাসেই আবার পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া৷ মা লক্ষ্মীকে প্রসন্ন করতে সোনা ও রূপো কেনাও শুভ বলে মনে করা হয়৷
হিন্দু শাস্ত্র মতে, এই বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা করার সমান পূণ্য়ফল লাভ হয়৷
(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 8:30 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Poila Baisakh:পয়লা বৈশাখের আগে বাড়ি থেকেই দূরে রাখুন এই অশুভ জিনিসগুলি, অন্য়থায় ছারখার হতে পারে জীবন