Nag panchami: নাগ পঞ্চমীর দিন ভুলেও এই কাজ করবেন না, ৭ প্রজন্ম শাপগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে পরিবার

Last Updated:

নাগ পঞ্চমীর দিন এই কাজগুলি কখনওই করবেন না (নাগ পঞ্চমীর নিয়ম): হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে বিবেচনা করা হয়। যদিও কখনওই সাপের ক্ষতি করা উচিত নয়, তবে বিশেষ করে নাগ পঞ্চমীর দিনে সাপকে কখনও আঘাত করবেন না। এতে  বংশ পরম্পরায় আগামী সাত প্রজন্মের জন্য শাপগ্রস্ত হয়ে যাবেন। রয়েছে আরও নিয়ম৷

নাগ পঞ্চমী 2023: আগামী ২১ অগাস্ট পালিত হতে চলেছে নাগ পঞ্চমীর উৎসব৷ এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কথিত আছে, নাগ পঞ্চমীতে কয়েকটি জিনিস করা কখনওই উচিত নয়৷ এতে ৭ প্রজন্ম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে৷ থেমে যেতে পারে সংসারের শ্রীবৃদ্ধি৷
নাগ পঞ্চমীর দিন এই কাজগুলি কখনওই করবেন না (নাগ পঞ্চমীর নিয়ম): হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে বিবেচনা করা হয়। যদিও কখনওই সাপের ক্ষতি করা উচিত নয়, তবে বিশেষ করে নাগ পঞ্চমীর দিনে সাপকে কখনও আঘাত করবেন না। এতে  বংশ পরম্পরায় আগামী সাত প্রজন্মের জন্য শাপগ্রস্ত হয়ে যাবেন। রয়েছে আরও নিয়ম৷ নাগ পঞ্চমীর দিন এই কাজগুলি কখনওই করবেন না (নাগ পঞ্চমীর নিয়ম): হিন্দু ধর্মে সাপকে দেবতা হিসাবে বিবেচনা করা হয়। যদিও কখনওই সাপের ক্ষতি করা উচিত নয়, তবে বিশেষ করে নাগ পঞ্চমীর দিনে সাপকে কখনও আঘাত করবেন না। এতে  বংশ পরম্পরায় আগামী সাত প্রজন্মের জন্য শাপগ্রস্ত হয়ে যাবেন। রয়েছে আরও নিয়ম৷
advertisement
বংশধরদের ক্ষতি হয়: এই দিনে কোনও কাজের জন্য জমি খনন করবেন না অর্থাৎ, মাটি খুঁড়বেন না। এতে মাটিতে সাপের গর্ত বা বাসা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কথিত আছে, সাপ ক্ষতিগ্রস্ত হলে পরিবার ধ্বংস হয়ে যায়। যে পরিবারের সদস্য এই কাজ করে, সেই সংসারের শিশুরা কখনও জীবনে সুখ পায় না। বংশধরদের ক্ষতি হয়: এই দিনে কোনও কাজের জন্য জমি খনন করবেন না অর্থাৎ, মাটি খুঁড়বেন না। এতে মাটিতে সাপের গর্ত বা বাসা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। কথিত আছে, সাপ ক্ষতিগ্রস্ত হলে পরিবার ধ্বংস হয়ে যায়। যে পরিবারের সদস্য এই কাজ করে, সেই সংসারের শিশুরা কখনও জীবনে সুখ পায় না।
advertisement
advertisement
পূজায় এই ভুল করবেন না: এই দিনে জীবন্ত সাপকে দুধ খাওয়াবেন না। দুধ সাপের জন্য বিষের মতো হতে পারে, তাই শুধুমাত্র তাদের প্রতিমায় দুধ নিবেদন করুন। পূজায় এই ভুল করবেন না: এই দিনে জীবন্ত সাপকে দুধ খাওয়াবেন না। দুধ সাপের জন্য বিষের মতো হতে পারে, তাই শুধুমাত্র তাদের প্রতিমায় দুধ নিবেদন করুন।
advertisement
ধারাল বস্তু দিয়ে কাজ করবেন না: নাগপঞ্চমীর দিন ছুরি, সূঁচের মতো ধারাল বস্তু ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। এদিন সেলাই, সূচিকর্ম করা হয় না। ধারাল বস্তু দিয়ে কাজ করবেন না: নাগপঞ্চমীর দিন ছুরি, সূঁচের মতো ধারাল বস্তু ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। এদিন সেলাই, সূচিকর্ম করা হয় না।
advertisement
তাওয়া বা লোহার চাটু ব্যবহার করা হয় না: নাগ পঞ্চমীর দিন লোহার কড়াই ও পাত্রে খাবার রান্না করবেন না। এই দিন তাওয়া কে বিশ্রাম দিন৷ (disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং প্রচলিত তথ্যের উপর ভিত্তি করে লেখা হযেছে। নিউজ 18 বাংলা এই তথ্যের স্বীকৃতি দেয় না, তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।) তাওয়া বা লোহার চাটু ব্যবহার করা হয় না: নাগ পঞ্চমীর দিন লোহার কড়াই ও পাত্রে খাবার রান্না করবেন না। এই দিন তাওয়া কে বিশ্রাম দিন৷ (disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং প্রচলিত তথ্যের উপর ভিত্তি করে লেখা হযেছে। নিউজ 18 বাংলা এই তথ্যের স্বীকৃতি দেয় না, তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Nag panchami: নাগ পঞ্চমীর দিন ভুলেও এই কাজ করবেন না, ৭ প্রজন্ম শাপগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে পরিবার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement