Makar Sankranti Khichdi Rituals: মকর সংক্রান্তিতে কেন খিচুড়ি খাওয়া হয়? নবগ্রহের সঙ্গে এর সম্পর্ক কোথায়? কোন দেবদেবীকে খিচুড়ি নিবেদন করলে সৌভাগ্য ও সম্পদে ভরে জীবন? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Makar Sankranti Khichdi Rituals: দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক নবগ্রহের সঙ্গে খিচুড়ির কী সম্পর্ক এবং কোন দেব-দেবীর কাছে এটি নিবেদন করা হয়।
যে দিন সূর্য মকর রাশিতে গমন করেন, সেই দিনটিকে মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয়। পৌষের পর মকর সংক্রান্তির দিন থেকে বিবাহ, মুণ্ডন ইত্যাদি সব ধরনের শুভকাজও শুরু হয়। মকর সংক্রান্তির দিনে স্নান এবং দান করার একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই ঐতিহ্য বহু শতাব্দী ধরে চলে আসছে। মকর সংক্রান্তির দিনে খিচুড়িও ভোগ দেওয়া হয় এবং এই খিচুড়ির নৈবেদ্যও নবগ্রহের সঙ্গে সম্পর্কিত। দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক নবগ্রহের সঙ্গে খিচুড়ির কী সম্পর্ক এবং কোন দেব-দেবীর কাছে এটি নিবেদন করা হয়।
দেওঘরের জ্যোতিষী কী বলছেন
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল লোকাল 18-এর প্রতিনিধির সঙ্গে কথোপকথনের সময়ে জানান যে, প্রায় ৩ বছর পর এই বছর ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উৎসব পালিত হবে। এই দিনে গঙ্গাস্নান এবং দান করার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সেই সঙ্গে সূর্য দেবতার পূজা করতে হবে। এতে সব ধরনের রোগ ও ত্রুটি দূর হয়। মকর সংক্রান্তির দিনে খিচুড়িও নিবেদন ও সেবন করা উচিত। এর ফলে শনি, রাহু, কেতু বা অন্য কোনও গ্রহের দোষে ব্যক্তি কষ্ট পেলে তা দূর হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই মকর সংক্রান্তি! স্নানের জলে এক চিমটে ‘এটা’! সন্তুষ্ট শনিদেব! দূর কুদৃষ্টি! বাড়িতেই পান পবিত্র স্নানের পুণ্যফল ও মাহাত্ম্য
নবগ্রহের সঙ্গে খিচুড়ির সম্পর্ক কী
জ্যোতিষী বলেন যে, মকর সংক্রান্তির দিন খিচুড়ি ভোগ হিসেবে নিবেদন করে খাওয়া উচিত। কারণ খিচুড়ি নবগ্রহের সঙ্গে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে, খিচুড়িতে থাকা ভাতকে শুক্র ও চন্দ্রের প্রতীক হিসেবে ধরা হয়। খিচুড়িতে ব্যবহৃত কালো মুসুর ডালকে শনি, রাহু ও কেতুর প্রতীক বলে মনে করা হয়। হলুদ ও ছোলার ডালকে বৃহস্পতির প্রতীক মনে করা হয়। খিচুড়িতে থাকা সবুজ সবজিকে বুধের প্রতীক মনে করা হয়। খিচুড়িতে থাকা লাল মুসুর ডাল হল মঙ্গল গ্রহের প্রতীক, এমন অবস্থায় সবাই যখন খিচুড়ি তৈরি করে প্রসাদ হিসেবে সেবন করেন, তখন অশান্ত গ্রহগুলিও শান্ত হয় এবং গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
কোন দেবতাকে খিচুড়ি নিবেদন করা উচিত
জ্যোতিষী বলেন, মকর সংক্রান্তির দিন সূর্য, শনিদেব ও বালগোপালের পূজা করা উচিত এবং তাঁদের খিচুড়ি দেওয়া উচিত। এটা করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। সমস্ত গ্রহের দোষও দূর হয় এবং স্বাস্থ্যও ভাল থাকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2025 6:00 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Makar Sankranti Khichdi Rituals: মকর সংক্রান্তিতে কেন খিচুড়ি খাওয়া হয়? নবগ্রহের সঙ্গে এর সম্পর্ক কোথায়? কোন দেবদেবীকে খিচুড়ি নিবেদন করলে সৌভাগ্য ও সম্পদে ভরে জীবন? জানুন