Makar Sankranti Astro Tips: রাত পোহালেই মকর সংক্রান্তি! স্নানের জলে এক চিমটে ‘এটা’! সন্তুষ্ট শনিদেব! দূর কুদৃষ্টি! বাড়িতেই পান পবিত্র স্নানের পুণ্যফল ও মাহাত্ম্য

Last Updated:
Makar Sankranti Astro Tips: পবিত্র মকর সংক্রান্তি তিথিতে কী কী করবেন, জানুন৷ প্রচলিত বিশ্বাস, এই রীতিগুলি পালন করলে কেটে যাবে সব বিপদ৷ সুপ্রসন্ন হবে ভাগ্য৷
1/7
মঙ্গলবার পালিত হবে মকর সংক্রান্তি৷ এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এই তিথিকে বলা হয় মকর সংক্রান্তি৷ পৌষের শেষ দিন বলে একে পৌষ পার্বণ বলা হয়৷ এর পর থেকে শুরু মাঘ মাস৷
মঙ্গলবার পালিত হবে মকর সংক্রান্তি৷ এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে, তাই এই তিথিকে বলা হয় মকর সংক্রান্তি৷ পৌষের শেষ দিন বলে একে পৌষ পার্বণ বলা হয়৷ এর পর থেকে শুরু মাঘ মাস৷
advertisement
2/7
পবিত্র মকর সংক্রান্তি তিথিতে কী কী করবেন, জানুন৷ বলেছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷ প্রচলিত বিশ্বাস, এই রীতিগুলি পালন করলে কেটে যাবে সব বিপদ৷ সুপ্রসন্ন হবে ভাগ্য৷
পবিত্র মকর সংক্রান্তি তিথিতে কী কী করবেন, জানুন৷ বলেছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷ প্রচলিত বিশ্বাস, এই রীতিগুলি পালন করলে কেটে যাবে সব বিপদ৷ সুপ্রসন্ন হবে ভাগ্য৷
advertisement
3/7
মকর সংক্রান্তিতে খুব ভোরে ঘুম থেকে উঠুন৷ তার পর স্নান করুন পুণ্যনদীতে বা পবিত্র নদীসঙ্গমে৷ তাহলে পাপক্ষয় হয়ে পুণ্যসঞ্চয় হবে৷
মকর সংক্রান্তিতে খুব ভোরে ঘুম থেকে উঠুন৷ তার পর স্নান করুন পুণ্যনদীতে বা পবিত্র নদীসঙ্গমে৷ তাহলে পাপক্ষয় হয়ে পুণ্যসঞ্চয় হবে৷
advertisement
4/7
যদি পুণ্যনদী বা পবিত্র নদীসঙ্গম না থাকে কাছে, তাহলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন গঙ্গাজল এবং তিল৷ তাহলে শনিদেবতা এবং সূর্যদেব সন্তুষ্ট হবেন৷ বাড়িতেই লাভ করবেন পুণ্যস্নানের মাহাত্ম্য৷
যদি পুণ্যনদী বা পবিত্র নদীসঙ্গম না থাকে কাছে, তাহলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন গঙ্গাজল এবং তিল৷ তাহলে শনিদেবতা এবং সূর্যদেব সন্তুষ্ট হবেন৷ বাড়িতেই লাভ করবেন পুণ্যস্নানের মাহাত্ম্য৷
advertisement
5/7
এদিন সূর্যপ্রণামের সময় গঙ্গাজলের অর্ঘ্যে লালফুল নিবেদন করুন৷ সেই জলে গুড় বা মিছরি দিতেও ভুলবেন না৷
এদিন সূর্যপ্রণামের সময় গঙ্গাজলের অর্ঘ্যে লালফুল নিবেদন করুন৷ সেই জলে গুড় বা মিছরি দিতেও ভুলবেন না৷
advertisement
6/7
মকর সংক্রান্তিতে নিরামিষ আহার গ্রহণ করুন৷ এই তিথিতে দরিদ্র ও আর্তজনদের যথাসম্ভব দানধ্যান করুন৷ এই পুণ্যদিনে বাড়ির দরজা থেকে কাউকে শূন্য হস্তে বিদায় করে দেবেন না৷
মকর সংক্রান্তিতে নিরামিষ আহার গ্রহণ করুন৷ এই তিথিতে দরিদ্র ও আর্তজনদের যথাসম্ভব দানধ্যান করুন৷ এই পুণ্যদিনে বাড়ির দরজা থেকে কাউকে শূন্য হস্তে বিদায় করে দেবেন না৷
advertisement
7/7
চুল দাড়ি বা নখ ভুলেও এই তিথিতে কাটবেন না৷ কারওর সঙ্গে তর্ক বা বাকবিতণ্ডায় জড়াবেন না৷
চুল দাড়ি বা নখ ভুলেও এই তিথিতে কাটবেন না৷ কারওর সঙ্গে তর্ক বা বাকবিতণ্ডায় জড়াবেন না৷
advertisement
advertisement
advertisement