Mansa Puja: মা মনসার অপরূপ সাজ, ভক্তির সাগরে ভাসেন ভক্তরা, পুজোর আগেই এক ঝলক
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
এখানে দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম হয় পুরুলিয়ার এই মনসা পুজোয়
পুরুলিয়া : দোড়গড়ায় পুরুলিয়ার মনসা পুজো। এই পুজো উপলক্ষ্যে মেতে ওঠে আপামর মানভুমবাসী। এই সময় জেলার মানুষের আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যায়। মনসা পুজোর জন্য অধীর আগ্রহে সারাটা বছর অপেক্ষা করে জেলার মানুষেরা। জেলা পুরুলিয়ার অন্যতম উৎসব এই মনসা পুজো। এই পুজোয় মা মনসার চালা অনেকখানি অন্যরকম দেখতে হয়।
মূলত ডাকের সাজে সাজানো হয় মা মনসাকে। একেবারেই অন্যরকম দেখতে হয় পুরুলিয়া বাঁকুড়ার মনসা মূর্তি। একচালা মা মনসার প্রতিমা গড়েন শিল্পীরা সাজানো হয় ডাকের সাজ দিয়ে। রাজ্যের অন্যান্য জেলায় মনসা পুজো হলেও সেই মূর্তি সঙ্গে পুরুলিয়া বাঁকুড়ার মনসা মূর্তি অনেকখানি অন্যরকম দেখতে হয়। খানিকটা দুর্গা প্রতিমার আদলে সাজানো হয় মা মনসাকে।
advertisement
আরও পড়ুনSawan Somwar 2024: টাকায় মুড়ে যাবেন, শ্রাবণ শেষে ৩টি রীতি মানুন মন দিয়ে, মহাদেবের আশীর্বাদের হাত থাকবে আপনার মাথায়, হাতে রয়েছে আরও একটা দিন
এ বিষয়ে এক মৃৎশিল্পী বলেন , তিনি দীর্ঘদিন ধরে মূর্তি তৈরি করছেন। অন্যান্য মূর্তিতে চালা না থাকলেও চলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ায় এই মনসা পুজোয় মা মনসার মূর্তি চালা থাকতেই হবে এবং তা ডাকের সাজে সাজানো হবে।। তা না হলে এই মূর্তি পূজিত হবে না। এটা পুরুলিয়া বাঁকুড়ার নিয়ম। সেই নিয়মেই পুজো হয়ে আসছে বহু বছর ধরে।

advertisement
advertisement
দেবী মা মনসা এই সময় মহা ধুমধাম এর সঙ্গে পূজিত হন জঙ্গলমহলের এই জেলায়। যেন উৎসবের চেহারা নেয় গোটা পুরুলিয়া বাঁকুড়া জেলা। দুর্গাপুজোর থেকেও বেশি ধুমধাম হয় পুরুলিয়ার এই মনসা পুজোয়। জঙ্গলমহলের ঐতিহ্য এই মনসা পুজো।
শর্মিষ্ঠা ব্যানার্জি
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2024 6:43 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Mansa Puja: মা মনসার অপরূপ সাজ, ভক্তির সাগরে ভাসেন ভক্তরা, পুজোর আগেই এক ঝলক