Sawan Somwar 2024: টাকায় মুড়ে যাবেন, শ্রাবণ শেষে ৩টি রীতি মানুন মন দিয়ে, মহাদেবের আশীর্বাদের হাত থাকবে আপনার মাথায়, হাতে রয়েছে আরও একটা দিন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের শেষে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে।
advertisement
এছাড়াও, এবার শোভন যোগ সহ অনেকগুলি শুভ যোগ একযোগে তৈরি হচ্ছে। শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের উপর ভগবান শিবের বিশেষ আশীর্বাদ থাকবে। আসলে গত সোমবার শ্রাবণ নক্ষত্রের সঙ্গে শ্রাবণ পূর্ণিমার মিল রয়েছে। এমন অবস্থায় শিব ভক্তদের পুজোয়ে অনন্ত ফল পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের শেষ সোমবার কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে।
advertisement
শ্রাবণ মাসের শেষ সোমবার ৫টি শুভ যোগ-১৯ আগস্ট। এদিন থাকবে রক্ষাবন্ধন ও শোভন যোগ। এছাড়া শ্রাবণ নক্ষত্র ও ধনীষ্ঠাও এদিন থাকবে। এছাড়াও কুম্ভ রাশিতে চন্দ্র ও শনির মিলনের কারণে গজকেশরী রাজযোগও তৈরি হবে। একই সময়ে, এই দিনে চাঁদ এবং বৃহস্পতি একে অপরের কেন্দ্রস্থলে থাকবে। এর সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগও হতে চলেছে। রবি যোগ সকাল ৮.১০ মিনিটে শুরু হবে। শ্রাবণ মাসের শেষ সোমবার ৫টি শুভ যোগের সঙ্গে রাজযোগের এই সংমিশ্রণটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।
advertisement
advertisement
advertisement
advertisement