Hartalika Teej 2022: মনের মত বরদান পেতে হরতালিকা ব্রত! মন্ত্রগুলি জপ করলে সুখে-শান্তিতে উন্নতির জোয়ারে সংসার ভরে উঠবে

Last Updated:

Hartalika Teej 2022: যদি কোনও মানুষ গণেশ, শিব, দুর্গার মন্ত্র জপ করেন সেক্ষেত্রে সংসার আরও সুখের হয়ে থাকে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: মনের মত বর পেতে সবাই চান, বিশেষত স্ত্রীরা স্বামীর মঙ্গল কামনা করে ব্রতপালন করেন ৷ অথবা সন্তানের মঙ্গল কামনা এই কারণেই তরতালিকা তিজের ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ৷ এই বছর হরতালিকা ব্রত ৩০ অগাস্ট বা আগামিকাল পড়েছে ৷ এই দিনে মহাদেব ও পার্বতীর পুজো তকরলে বিশেষ ফল পাওয়া যায় ৷
এই দিনই বিবাহযোগ্য মেয়েরা বা বিবাহিতারা স্বামীর কল্যাণে ব্রত পালেন করেন ৷ স্বামী দীর্ঘায়ুর কথা মাথায় রেখেই কঠিন নিয়ম পালন করে থাকেন ৷ জ্যোতিষ শাস্ত্রমতে এই দিন সিদ্ধিদাতা গণেশ, মহাদেব ও মা দুর্গার পুজো করা হয় ৷ পুজোর শুরুই হয়ে থাকে গণেশ পুজো দিয়ে ৷ যাতে সমস্ত কাজ নির্বিঘ্নে শেষ হয়ে থাকে ৷ সঠিক ভাবে পুজো করতকে পারলে মনের সমস্ত কামনা বাসনা পূরণ হয়ে থাকে ৷
advertisement
সিদ্ধিদাতা গণেশের মন্ত্র জপ, দেবাদিদেব মহাদেহবের মন্ত্র জপ, একই সঙ্গে মা দুর্গার মন্ত্র আছে যা জপ করলে মন্ত্র জপ করলে সমস্ত ধরনের মনষ্কামনা পূরণ হয়ে থাকে ৷ সুখে শান্তিতে জীবন আরও সুন্দর হয়ে ওঠে ৷
advertisement
১. সুখ ও সৌভাগ্যের মন্ত্র: দেহি সৌভাগ্য আরোগ্য দেহি পরম সুখম ৷ পুত্র পৌত্রাদি সমৃদ্ধি দেহি মে পরমেশ্বরী ৷
advertisement
২. মা দুর্গাকে সিঁদুর অর্পণ করার মন্ত্র: সিঁদুরং শোভনং রতঙ্ক! সৌভাগ্য সুখবর্ধনম! শুভন্দ কামন্দ চেব সিঁদুরং প্রতিগৃহতাম্ ৷
৩. সিদ্ধিদাতা গণেশমন্ত্র জপ: বক্রতুন্ড মহাকায়ঃ সূর্যকোটি সমপ্রভ: ৷ নির্বিঘ্ন কুরুমে দেব, সর্ব কায়ষু সর্বদা: ৷ ৷
৪. মা দুর্গার মন্ত্র: ওমঃ পর্বত্যয় নমঃ, ওমঃ উমায়ে নমঃ, যা দেবী সর্বভূতেষু মা গৌরি রূপেণ সংস্থিতা ? নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমঃ নমঃ ৷
advertisement
৫. শিবের মহামন্ত্র জপ: ওমঃ নমঃ শিবায়, ওমঃ মহেশ্বরায় নমঃ
৬. মনের মত বর প্রাপ্তির মন্ত্র: হে গৌরি শঙ্কর অর্ধাঙ্গিনী য়থা ত্ব শঙ্কর প্রিয়া, তথা মামা কুরু কল্যাণী ক্নাতকান্তা সুদূর্লাভাম্ ৷ ৷
৭. স্বামীর দীর্ঘায়ুর জন্য মন্ত্র: নমস্তে শিবায় শবার্ণয় সন্ততি শুভা ৷ প্রয়চ্ছ ভক্য়িয়ুক্তানাঁ হরবল্লভে ৷
advertisement
আরও পড়ুন: Lucky Girl For Father: বাবার ভাগ্য গড়ে দেয় এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েরা, সমাজে পরিবারের মাথা উঁচু করে
এই মন্ত্রগুলি উচ্চারণ করার সময়ে কোনও সমস্যা হলে বা অনেকের সংস্কৃত মন্ত্রের উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হতে পারে , সেক্ষেত্রে কোনও শাস্ত্রজ্ঞ, পণ্ডিত বা পুরোহিত মহাশয়কে দিয়ে জপ করানো য়েতে পারে ৷ তেমন সম্ভব না হলেও শিব, গণেশ ও দুর্গা চল্লিশা পাঠ করতে পারেন ৷ এই দিনে হরতালিকা তিজ ব্রত কথা শুনে অবশেষে মা দুর্গা, গণেশ ও শিবের আরতি করলে সমস্ত ইচ্ছাপূরণ হয়ে থাকে ৷ হাতজোড় করে সমস্ত প্রার্থনা করলে সমস্ত ইচ্ছাপূরণ হয়ে থাকে ৷
advertisement
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও প্রকারের বাধ্য বা অনুরোধ করেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করুন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Hartalika Teej 2022: মনের মত বরদান পেতে হরতালিকা ব্রত! মন্ত্রগুলি জপ করলে সুখে-শান্তিতে উন্নতির জোয়ারে সংসার ভরে উঠবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement