Astrology| Kalashtami 2023|| কালাষ্টমীতে পুজো নিবেদন করুন মাতা শীতলা ও বাবা ভৈরবনাথকে, পূর্ণ হবে মনের বাসনা

Last Updated:

Astrology: কেউ যদি জল না পান করে এই কালাষ্টমী ব্রত পালন করেন, কিংবা উপবাস পালন করেন, তাহলে তিনি দেবী শীতলার অপার আশীর্বাদ লাভ করতে পারবেন।

কলকাতা: হিন্দু ধর্মে একাধিক বিশেষ তিথি রয়েছে। যা অত্যন্ত শুভ এবং ফলদায়ক। এর মধ্যে অন্যতম হল কালাষ্টমী। আর এই তিথিতে কালাষ্টমী উৎসব পালন করা হয়। আর হিন্দু ধর্মে কালাষ্টমী উৎসবের বিশেষ পৌরাণিক তাৎপর্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে, কালাষ্টমী উৎসব যথাযথ ভাবে পালন করলে ভক্তরা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন।
জাহানাবাদ জেলার গৌরক্ষিণী ধাম মন্দিরের পুরোহিত ভোলা পাণ্ডে বলেন, হিন্দু পঞ্জিকা মতে, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী উৎসব পালন করা হয়। কালাষ্টমী উৎসব আবার মাতা শীতলার আচার হিসেবে পরিচিত। কেউ যদি জল না পান করে এই কালাষ্টমী ব্রত পালন করেন, কিংবা উপবাস পালন করেন, তাহলে তিনি দেবী শীতলার অপার আশীর্বাদ লাভ করতে পারবেন।
advertisement
advertisement
গৌরক্ষিণী ধাম মন্দিরের পুরোহিত ভোলা পাণ্ডের বক্তব্য, কালাষ্টমীর উপবাস তিনটি ভাগে করা যেতে পারে। প্রথম ভাগে রাখা যেতে পারে ফল। এই ধরনের ক্ষেত্রে শুধুমাত্র ফলই খাবার হিসেবে গ্রহণ করা যায়। দ্বিতীয়টি সম্পূর্ণ উপবাস আকারে পালন করা যেতে পারে। এক্ষেত্রে কিছু খাওয়া যায় না। আর তৃতীয়টি হল নির্জলা। এক্ষেত্রে কোনও কিছু না খেয়ে এবং জল পান না করে সম্পূর্ণ রূপে উপবাস পালন করা হয়। এই তিন রকম ভাবেই কালাষ্টমী ব্রত পালন করা যেতে পারে। এর ফলে মাতা শীতলা তুষ্ট হন এবং কাঙ্খিত ফল লাভ করতে পারেন।
advertisement
মা শীতলা এবং বাবা ভৈরবনাথের পুজো:
গৌরক্ষিণী ধাম মন্দিরের পুরোহিত ভোলা পাণ্ডে জানিয়েছেন, কালাষ্টমীর দিন মা শীতলা ও বাবা ভৈরবনাথের পূজা করা হয়। বাবা ভৈরবনাথের কাছে প্রার্থনা করা হয়। আসলে বাবা ভৈরবনাথের মাধ্যমেই দেবী শীতলার কাছে বার্তা বা নিজের মনের ইচ্ছে পাঠানো যেতে পারে। তাই বাবা ভৈরবনাথের পুজো করা হয়। সেই সঙ্গে মাতা শীতলার উদ্দেশ্যেও পুজো নিবেদন করা উচিত। দেবী দুর্গা নব দুর্গার রূপে মা শীতলার রূপ। এই কারণে আচার-অনুষ্ঠান ও ভক্তি ভরে উপবাস রেখে তাঁদের পুজো করতে হবে।
advertisement
সারা দিনের উপবাস:
পুরোহিত জানিয়েছেন যে, কালাষ্টমী উদযাপনের সময় সারা দিন উপবাস করা উচিত। সকাল-সন্ধ্যা মাতা শীতলার উদ্দেশ্যে পুজো নিবেদন করা উচিত। সারা দিন উপবাস রেখে ঈশ্বরের ভজন-কীর্তন করতে হবে। রাতে মাতার জাগরণ উৎসব উদযাপন করা উচিত।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology| Kalashtami 2023|| কালাষ্টমীতে পুজো নিবেদন করুন মাতা শীতলা ও বাবা ভৈরবনাথকে, পূর্ণ হবে মনের বাসনা
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement