Jyeshtha Month 2023: দুপুরে ভুলও ঘুমানো যাবে না, জ্যৈষ্ঠ মাসে যে কাজগুলো করলেই ডেকে আনবেন দুর্ভাগ্য
- Published by:Suvam Mukherjee
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Jyeshtha Month 2023: এই মাসের মঙ্গলবারগুলোতে বজরঙ্গবলীর মন্দিরে ভক্তের সমারোহ হয় চোখে পড়ার মতো
নয়া দিল্লি: সর্বভারতীয় পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাস কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অযোধ্যার প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম এই প্রসঙ্গে জানিয়েছেন যে ৬ মে, ২০২৩ তারিখ থেকে শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস, থাকবে ৪ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত।
অন্য দিকে, যদি সূর্যসিদ্ধান্ত বাংলা মত ধরতে হয়, তাহলে জ্যৈষ্ঠ মাস শুরু হচ্ছে ১৬ মে, ২০২৩ তারিখ, মঙ্গলবার থেকে। পণ্ডিতজি আমাদের জানিয়েছেন যে এই জ্যৈষ্ঠ মাসের কিছু আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে। এই মাস শ্রীবিষ্ণুর অতীব প্রিয়, অন্য দেব-দেবীদেরও পছন্দের মাস জ্যৈষ্ঠ।
advertisement
ফলে, এই মাসে নানা রকমের পুণ্য ব্রতের উদযাপন হয়। আবার এও বলা হয় যে, শ্রীরাম এবং হনুমানজির প্রথম দেখাও হয়েছিল এই জ্যৈষ্ঠ মাসেই- তাই এই মাসের মঙ্গলবারগুলোতে বজরঙ্গবলীর মন্দিরে ভক্তের সমারোহ হয় চোখে পড়ার মতো।
advertisement
এই প্রসঙ্গে কথক পবনদাস শাস্ত্রী আমাদের এই পবিত্র মাসে কিছু নিয়ম পালন করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে লোকমতে এই নিয়ম জ্যৈষ্ঠে না পালন করলে অসন্তুষ্ট হন প্রভু বিষ্ণু, পরিণামে দুর্ভাগ্য গ্রাস করে। এই জ্যৈষ্ঠ মাসে দুপুরবেলায় ঘুমানো যাবে না, তা দেব-দেবীদের ক্রোধের কারণ হয়ে ওঠে। ফলে, দিবানিদ্রা ত্যাগ করে সংযত হওয়া অবশ্য কর্তব্য।
advertisement
শুধু তাই নয়, বলা হয় যে জ্যৈষ্ঠের দিবানিদ্রা নানা রকমের ব্যাধি ডেকে আনে, যা স্বাস্থ্য এবং অর্থক্ষয়ের কারণ হয়ে ওঠে। নিয়ম করে সময়ে সময়ে এই প্রখর তাপের মাসে গাছে জল দিতে হবে। জলের অপচয় জ্যৈষ্ঠ মাসে কোনও ভাবেই করা যাবে না। দরিদ্রদের সাধ্যমতো দান করা উচিত জ্যৈষ্ঠ মাসে।
advertisement
এই পবিত্র মাসে কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। ধার দেওয়া এবং নেওয়া উভয় থেকেই বিরত থাকতে হবে জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠের প্রতি মঙ্গলবারে বজরঙ্গবলীজিকে মোতিচুরের লাড্ডু ভোগ দিতে হবে, সম্ভব না হলে অন্তত মন্দিরে গিয়ে তাঁর দর্শন অবশ্য কর্তব্য।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 6:02 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Jyeshtha Month 2023: দুপুরে ভুলও ঘুমানো যাবে না, জ্যৈষ্ঠ মাসে যে কাজগুলো করলেই ডেকে আনবেন দুর্ভাগ্য