জন্ম সংখ্যা ৯! বিদেশ ভ্রমণ, বিলাস বহুল গাড়ি বা বাড়ি সমস্ত আশা পূরণ হবে ২০২৩ সালে

Last Updated:

৯ সংখ্যার জাতকেরা ২০২৩ সালে স্ত্রীর কাছ থেকে ভালবাসা এবং সম্মান পাবেন। তাই অকারণ অভিযোগ করা বন্ধ করতে হবে।

#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
সেই অনুযায়ী যে সমস্ত ব্যক্তিদের জন্ম ৯, ১৮, ২৭ তারিখে তাঁদের সংখ্যা ৯ হবে। এই জাতকের আগামী ২০২৩ সাল কেমন যাবে দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
৯ সংখ্যাটি মঙ্গলের প্রতিনিধিত্ব করে—
সংখ্যাতত্ত্বের নিয়ম অনুযায়ী, ৯ সংখ্যার জাতক-জাতিকা অত্যন্ত কমনীয় স্বভাবের হয়ে থাকেন। এঁরা জ্ঞানী, তবে সব সময় নতুন কিছু শিক্ষা করতে আগ্রহী। সৃজনশীল এবং চিন্তাশীল এই ব্যক্তিদের গ্রহণযোগ্যতা সকলের কাছে বেশি হয়। এঁরা প্রশিক্ষক হিসেবেও চমৎকার। অন্যদের দিয়ে কী ভাবে কাজ করিয়ে নিতে হয়, তা তাঁরা খুব ভাল জানেন। সৃজনশীল শিল্প, বিজ্ঞান, আইন, অর্থ, শিক্ষা, এবং বিশ্লেষণাত্মক শিল্পে ভাল ফল করেন। তবে এঁরা গোপনীয়তা পছন্দ করেন। অন্যের সঙ্গে নিজের বিষয়ে আলোচনা করা মোটেও পছন্দ করেন না। ফলে সামাজিক দক্ষতা কম। ছোট গোষ্ঠীতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
advertisement
কেমন যাবে ২০২৩ সাল?
৯ সংখ্যার জাতকদের জন্য ২০২৩ সাল সেরা বছর হিসেবে গণ্য হতে চলেছে। অভিনয়, জ্যোতিষশাস্ত্র, বাস্তু, নিরাময়, গবেষণা, ওষুধ বা অস্ত্রোপচারের ক্ষেত্রে কাজ করা জাতক-জাতিকার জীবনে সাফল্য আসবে। তবে নিজের লক্ষ্যে দৃঢ় থাকতে হবে। বিদেশ ভ্রমণ সম্ভব। খ্যাতি এবং অর্থ উপভোগ করা যাবে ২০২৩ সালে।
কেরিয়ার এবং অর্থ:
২০২৩ সালের লক্ষ্য হওয়া উচিত অর্থের ভারসাম্য বৃদ্ধি। এ জন্য সূক্ষ্ম আর্থিক পরিকল্পনা প্রয়োজন। প্রচুর অর্থ সঞ্চয় করা যাবে। নিজের ব্যবসা তৈরির পরিকল্পনা করেছেন যাঁরা তাঁরা সাফল্য পাবেন। বিশেষ শিক্ষা, এবং আমদানি-রফতানি বিষয়ক কাজের জন্য শুভ। ৯ সংখ্যার জাতক-জাতিকার এমনিতেই প্রচুর জ্ঞান। এঁরা আরও শিখতে চান। তাই সাফল্য আসবে। চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়া যেতে পারে। তবে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। প্রশংসা ধরে রাখতে গিয়ে কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় নাটক করার প্রয়োজন নেই। ধৈর্য ধরে নিজের কাজে লেগে থাকতে হবে। ফেব্রুয়ারি, মার্চ, জুলাই এবং নভেম্বরে যে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত৷
advertisement
প্রেম, সম্পর্ক এবং বিবাহ:
৯ সংখ্যার জাতকেরা ২০২৩ সালে স্ত্রীর কাছ থেকে ভালবাসা এবং সম্মান পাবেন। তাই অকারণ অভিযোগ করা বন্ধ করতে হবে। বরং স্ত্রীর অনুভূতিকে স্বীকৃতি দিতে হবে। বোঝাবুঝি দূর করতে একসঙ্গে ভাল সময় কাটানো দরকার। অবিবাহিতদেরও উচিত সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া। বিবাহিত ব্যক্তিরা পরিবার, নতুন বাড়ি, বিলাসবহুল গাড়ি, পারিবারিক অনুষ্ঠান, অবসর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। যত্নশীল হলে ২০২৩ সালে কোনও হতাশা থাকবে না। সব কিছু ঠিক হয়ে যাবে। সমাজে স্বীকৃতি পেতে গেলে যোগাযোগ বাড়াতে হবে। আধ্যাত্মিকতায় উৎসাহ বাড়বে।
advertisement
প্রতিকার:
মহিলাদের কুমকুম পরতে হবে এবং পুরুষদের হাতের কব্জির চারপাশে লাল সুতো পরতে হবে।
ভগবান হনুমানের পুজো করুন। সারাদিন হনুমান চালিসা জপ করুন।
অনুগ্রহ করে অভাবীদের লাল ফল দান করুন।
সকালে গুরু মন্ত্র জপ করুন।
বাড়ির দক্ষিণ দেওয়ালে একটি লাল আলো জ্বালিয়ে রাখুন
এড়িয়ে চলতে হবে:
আমিষ খাদ্য
মদ্যপান
পশুচর্ম জাত কোনও পণ্য
advertisement
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
সৌভাগ্যের দিক: দক্ষিণ ও পূর্ব
শুভ দিন: মঙ্গলবার
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
জন্ম সংখ্যা ৯! বিদেশ ভ্রমণ, বিলাস বহুল গাড়ি বা বাড়ি সমস্ত আশা পূরণ হবে ২০২৩ সালে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement