কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ কৌশলে, বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে; একরোখা মনোভাব আজ কোনও কাজে দেবে না।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ যে কোনও ব্যাপার অন্যের নয়, নিজস্ব মতামত দিয়ে বিচার করা উচিত হবে, তাতেই হবে কার্যসিদ্ধি।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ নিজের যুক্তি অন্যকে বোঝানো যাবে না, অতএব মনখারাপ এবং সময় নষ্ট না করা ঠিক হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ যে কোনও ব্যাপারে আপনার কর্তৃত্ব অন্যে মেনে নেবে, সব মিলিয়ে দিন ভালো কাটবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ পরিকল্পনা মাফিক কোনও কাজ হবে না, প্রতিবন্ধকতা কাটানোর একমাত্র মন্ত্র হল স্বতস্ফূর্ততা।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজের ক্ষমতা এবং দক্ষতা নিয়ে কোনও সন্দেহ রাখবেন না, আজ কার্যসিদ্ধি হবে আত্মবিশ্বাসে!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ সকালের দিকটায় আবেগপ্রবণতা ঘিরে থাকলেও ধীরে ধীরে মাথা পরিষ্কার হয়ে যাবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আপনার স্বাধীনচেতা স্বভাব আজ সব প্রতিবন্ধকতা অতিক্রম করবে, দিন ভালো কাটবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ যতটা সম্ভব নিজেকে বিশ্রাম দিন, তাহলেই কর্মদক্ষতা এবং বুদ্ধির তীক্ষ্ণতা ফিরবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ প্রশংসা গ্রহণ করা এবং অন্যের প্রশংসা করা- এই দুই দিকেই ভারসাম্য রাখতে হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে সাময়িক দূরত্বের অর্থ বিচ্ছেদ নয়, তাই নিজেকে সময় দিন আজ।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ কর্মমুখর দিন কাটবে, তবে ক্লান্ত বোধ করার আগেই সব কাজ নিমেষে শেষও হয়ে যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope