Horoscope Today: রাশিফল ২৭ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 27 August 2021: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। যত কাছের মানুষই হোক, আজ মন উজাড় করার আগে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। নতুন কিছু শেখার পক্ষে দিনটি শুভ, অতএব মনে কোনও দ্বিধা রাখবেন না।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। অর্থ উপার্জনের পথ খুলবে, তবে নিশ্চিত না হয়ে এই নিয়ে আলোচনা করবেন না।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজকের দিনটির মূল মন্ত্র আত্মবিশ্বাস, আজ সব প্রতিবন্ধকতা অতিক্রান্ত হবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। স্মৃতিভারাক্রান্ত মন সিদ্ধান্ত নিতে ভুল করে, অতএব মাথা ঠাণ্ডা রাখা আজ প্রয়োজন।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। পুরনো কোনও বন্ধুর সঙ্গে অনেক দিন পরে যোগাযোগ হবে যিনি লক্ষ্যপূরণের সহায়ক হবেন!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। রাজনৈতিক কোনও বিষয়ে মন্তব্য আজ না করাই উচিত হবে, ক্রোধ সামলে চলতে হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। বিশেষ কোনও প্রকল্পের জন্য নির্দিষ্ট কিছু শেখা প্রয়োজন হলে পদক্ষেপের পক্ষে দিনটি শুভ।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ অন্যের মনের কথা সহজেই বুঝতে পারবেন, ভবিষ্যতের ইঙ্গিতও পাবেন এই সূত্রে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কর্মক্ষেত্র অংশীদারী উন্নতির সহায়ক হবে, ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে আজ।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। দিনটি কাটবে কর্মোদ্যমের মধ্যে দিয়ে, হাতের কাজ সহজেই শেষ হয়ে যাবে।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দৈনন্দিন কাজের বদলে আজ সৃজনশীল দিকে মন দিলে তা উন্নতির সহায়ক হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ২৭ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম, কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম, কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement