Home /News /astrology /
Horoscope Today: রাশিফল ২১ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Horoscope Today: রাশিফল ২১ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ২১ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ২১ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

Horoscope Today, 21 January 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

  • Share this:

#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। কর্মস্থলে প্রশংসা লাভ, ব্যবসায় ভয় কাজ করবে। বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা। অর্থপ্রাপ্তির যোগ।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। মানসিক অস্থিরতা বাড়বে। আত্মীয়ের কাছে ঠকার সম্ভাবনা। আয়ের থেকে ব্যয় হবে বেশি।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। গৃহ নির্মাণের শুভ সময়। কর্ম ও ব্যবসায় উন্নতি। আর্থিক উন্নতি বজায় থাকবে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্মে উন্নতি ও সুনাম। ব্যবসায় অগ্রগতি হবে দ্রুত। কোনও কিছু পাওয়ার জন্য জেদ না করাই ভালো। স্বাস্থ্য নজর দিতে হবে।

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। অন্যের প্ররোচনায় পা দেওয়া চলবে না। দাম্পত্যে শান্তি। আর্থিক উপার্জন বৃদ্ধি।

আরও পড়ুন-দরজায় কড়া নাড়ছে বিপদ, কলকাতায় ভূগর্ভস্থ জলস্তর কমছে, বাড়ছে ভূমি ধসের আশঙ্কা ! প্রকোপ বাড়বে আর্সেনিকেরও

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। পাওনা টাকা আদায় হতে পারে। কর্মে ও ব্যবসায় অগ্রগতি। চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। ধনাগম যোগ।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কর্মে সাফল্য ও প্রশংসা প্রাপ্তি। মানসিক অস্থিরতা থাকবে। শত্রুর থেকে সতর্ক থাকতে হবে।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। কর্মে বাধা থাকবে। ব্যবসা গতানুগতিক। আর্থিক ভাগ্য শুভ। শারীরিক ভোগান্তির সম্ভাবনা।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অপ্রিয় বাক্য ও আচরণে ঘরে বাইরে শত্রু বাড়বে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা। খরচ বাড়তে পারে।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কোনও সুসংবাদ মিলতে পারে। উপস্থিত বুদ্ধির জেরে জটিল পরিস্থিতি থেকে মুক্তি। আর্থিক যোগ অতীব শুভ।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। প্রতিবেশীর উস্কানিতে সংসারে অশান্তি। কর্মে পদোন্নতির সম্ভাবনা। আর্থিক প্রাপ্তি বজায় থাকবে।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্ম ও ব্যবসায় অগ্রগতি এবং প্রসার। আর্থিক প্রাপ্তিতে বাধা। শত্রুকে মানিয়ে চললেই লাভ। আধ্যাত্মিকতায় শান্তি মিলবে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Horoscopes, Zodiacs

পরবর্তী খবর