Horoscope Today: রাশিফল ১৬ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Horoscope Today, 16 September 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 16 September 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
যুক্তির বদলে আবেগ আজ প্রাধান্য পাবে, কর্মক্ষেত্রে চাপ বাড়বে, চেষ্টা করুন সবার সঙ্গে কাজ ভাগ করে নেওয়ার।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
প্রণয়ের সম্পর্ক সুমধুর মনে হলেও তা স্থায়ী হবে কি না সময়ই বলবে, যে সুযোগ আসবে কর্মক্ষেত্রে তার সদ্ব্যবহার করুন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
বিশ্বাসী কারও কাছে মন হালকা করতে পারলে সমস্যার সমাধান মিলবে, দিনের শেষে সারপ্রাইজ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
বিফল বলে মনে হলেও অতীতের প্রচেষ্টা এবার ফলপ্রসূ হবে, দিনটি নানা সুখকর সারপ্রাইজ নিয়ে আপনার অপেক্ষায় রয়েছে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাজ চালিয়ে যাওয়ার উপযুক্ত পরিসর, তথ্য, সাহায্য না মিললেও লেগে থাকুন, দিনের শেষে সব কিছু ঠিক হতে চলেছে।
advertisement
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আজ অন্যের যুক্তি নেবেন না, কাউকে খুশি করতেও যাবেন না, মন যা বলছে তা করে উঠতে পারলে তবেই সাফল্য পাবেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আজকের দিনটি ক্লান্তিকর হবে, কারও ওপরে ভরসাও করে উঠতে পারবেন না, তবে দিনের শেষে সুখবরের সম্ভাবনা রয়েছে।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কর্মক্ষেত্র ও পরিবারের দায়িত্ব কাঁধে নিন, সবাইকে খুশি রাখুন, নিজেও ভাল থাকুন, শুধু অতিরিক্ত পরিশ্রম আজ করবেন না।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আজ যথাসম্ভব কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন, তাহলে উদ্বেগ স্পর্শ করতে পারবে না, দুশ্চিন্তার দিন এবার কাটতে চলেছে।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
অন্যদের নিজের যুক্তি বোঝান, তবে তাঁদের নিজের মর্জি মতো চালাতে যাবেন না, প্রিয়জনের থেকে কোনও অপ্রত্যাশিত খবর পেতে পারেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আজ একসঙ্গে অনেক কাজ সামলাতে হতে পারে, তাই ছোটখাটো বিরক্তিকে প্রশ্রয় না দিয়ে একমনে নিজের কাজ করে যাওয়া উচিত হবে।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
বাকি রাখা কাজের জালে আজ নিজেকে জড়িয়ে ফেলবেন না, জীবনে কিছু নিয়ম মেনে চলতে পারলে সময় সুখের হয়ে উঠবে, সমস্যাও কাটবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2022 8:02 AM IST