Rahu Gochar 2022: আগামী তিন মাস কী ভাবে যত পারেন টাকা করবেন? জেনে নিন রাহুর কৃপায়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rahu Gochar 2022: রাহুর এই অবস্থানগত কারণে তিনটি রাশির মানুষ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এবং আর্থিক ভাবে লাভবান হবেন।
কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্রে রাহু (Lord Rahu), কেতুকে (Lord Ketu) রাগান্বিত প্রকৃতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে রাহু গ্রহ যদি কারও উপর ক্রুদ্ধ হন, তবে তাঁর জীবন থেকে সমস্ত সুখ নিঃশেষ হতে সময় লাগে না। এই কারণেই রাহু গ্রহের গতিবিধি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। বর্তমানে রাহু মেষ রাশিতে অবস্থান করছেন। রাহু ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ৩ মাসে রাহু তিনটি রাশির উপর আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। রাহুর এই অবস্থানগত কারণে তিনটি রাশির মানুষ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এবং আর্থিক ভাবে লাভবান হবেন।
এবারে জেনে নেওয়া যাক কোন রাশির মানুষরা এই গ্রহের প্রভাবে ধনবান হতে চলেছেন।
advertisement
মীন:
আগামী তিন মাস মীন রাশির জাতক-জাতিকাদের জীবন সুখে ভরে উঠতে চলেছে। তাঁরা হঠাৎ কোনও স্থান থেকে আর্থিক ভাবে লাভবান হতে পারেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকরি-ব্যবসায় সাফল্য আসবে। ছেলে-মেয়েরা পড়াশোনায় আগ্রহী হবে এবং তারা জীবনে আরও অগ্রসর হবে। পারিবারিক কলহের অবসান ঘটবে এবং পরিবারে একাত্মবোধ থাকবে।
advertisement
কর্কট:
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামী দিনগুলি আশীর্বাদের চেয়ে কিছু কম নয়। নতুন ব্যবসা শুরু করার এটি সেরা সময় বিবেচিত হতে চলেছে। তাঁরা যে কাজই শুরু করুন না কেন, সফলতা পাবেনই। পরিবারের আর্থিক অবস্থা ভাল হবে, কোথাও বেড়াতে যাওয়ার সুযোগও হতে পারে। চাকরিতে উন্নতির সুযোগ পেতে পারেন এঁরা।
advertisement
মিথুন:
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময়টা সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। আদালতের আইনি মামলা থেকে তাঁরা মুক্তি পাবেন। এর পাশাপাশি তাঁরা অর্থনৈতিক ক্ষেত্রেও এঁরা দারুণ সাফল্য পেতে চলেছেন। শেয়ার বাজারে বিনিয়োগ করলে ভাল মুনাফা লাভ করার সম্ভাবনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে তাঁরা নতুন সম্পত্তির মালিক হতে পারেন। বাড়িতে কোনও নতুন যানবাহন আসতে পারে।
Location :
First Published :
September 15, 2022 7:09 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rahu Gochar 2022: আগামী তিন মাস কী ভাবে যত পারেন টাকা করবেন? জেনে নিন রাহুর কৃপায়