June Rashifal: স্বাতী নক্ষত্রে শুরু হল মাস, ভাগ্য যেন মুক্তার মতো আলো ছড়াবে এই ৫ রাশির!

Last Updated:

Horoscope June 2023: দেওঘরের বৈদ্যনাথধামের প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশের মুদগল জানিয়েছেন যে চলতি জুন মাস শুরু হয়েছে স্বাতী নক্ষত্রে, পাশাপাশি কর্কটে গোচর করবেন শুক্র।

স্বাতী নক্ষত্রে শুরু হল মাস, ভাগ্য যেন মুক্তার মতো আলো ছড়াবে এই ৫ রাশির!
স্বাতী নক্ষত্রে শুরু হল মাস, ভাগ্য যেন মুক্তার মতো আলো ছড়াবে এই ৫ রাশির!
পরমজিৎ কুমার, দেওঘর: বলা হয়, স্বাতী নক্ষত্রে শুক্তি গর্ভবর্তী হয়, তখন জন্ম নেয় মুক্তা। দেওঘরের বৈদ্যনাথধামের প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন যে চলতি জুন মাসও শুরু হয়েছে স্বাতী নক্ষত্রে, পাশাপাশি কর্কটে গোচর করবেন শুক্র। সব মিলিয়ে এই মাসে ৫ রাশির ভাগ্য মুক্তার মতোই আলো ছড়াতে চলেছে তাঁর ব্যাখ্যা অনুসারে।
কর্কট- কর্কটের কর্মভাগ্য বিশেষরূপে উজ্জ্বল হতে চলেছে এই মাসে, কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব লাভ হবে, সেই সূত্রে উপার্জনবৃদ্ধির যোগ রয়েছে। এই সময়ে শুরু করা নতুন কোনও উদ্যোগ ভবিষ্যতে অতীব লাভদায়ক সিদ্ধ হবে। যে কোনও স্থানে ভ্রমণ সৌভাগ্যদায়ক হবে।
advertisement
advertisement
সিংহ- সৃজনশীলতার দিক থেকে জুন মাস সিংহের পক্ষে বিশেষ লাভদায়ক সাব্যস্ত হতে চলেছে। এই সময়ে এঁদের নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে যে কোনও কাজে সাফল্য আসবে। একই সঙ্গে সমাজে সম্মানও বৃদ্ধি পেতে চলেছে।
advertisement
বৃশ্চিক- বৃশ্চিকের জীবনে কিছু পরিবর্তন এলেও তা কল্যাণকর হয়ে উঠবে। এই সময়ে এঁদের শক্তি তথা সামর্থ্য বৃদ্ধি পাবে, ফলে সাফল্য করায়ত্ত হবে সহজেই। দাম্পত্য হবে সুখময়, জমির থেকে হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
মীন– মীনের পক্ষেও জুন মাস সৌভাগ্যের দ্যোতক- এই সময়ে বহুবাঞ্ছিত মানসিক শান্তি লাভ করবেন এঁরা, শারীরিক যন্ত্রণা থেকেও মুক্তি মিলবে। পরিবারের সবার স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে শুরু করা কাজও উপার্জন এবং সম্মান বৃদ্ধির সহায়ক হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
June Rashifal: স্বাতী নক্ষত্রে শুরু হল মাস, ভাগ্য যেন মুক্তার মতো আলো ছড়াবে এই ৫ রাশির!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement