June Rashifal: স্বাতী নক্ষত্রে শুরু হল মাস, ভাগ্য যেন মুক্তার মতো আলো ছড়াবে এই ৫ রাশির!
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Horoscope June 2023: দেওঘরের বৈদ্যনাথধামের প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশের মুদগল জানিয়েছেন যে চলতি জুন মাস শুরু হয়েছে স্বাতী নক্ষত্রে, পাশাপাশি কর্কটে গোচর করবেন শুক্র।
পরমজিৎ কুমার, দেওঘর: বলা হয়, স্বাতী নক্ষত্রে শুক্তি গর্ভবর্তী হয়, তখন জন্ম নেয় মুক্তা। দেওঘরের বৈদ্যনাথধামের প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানিয়েছেন যে চলতি জুন মাসও শুরু হয়েছে স্বাতী নক্ষত্রে, পাশাপাশি কর্কটে গোচর করবেন শুক্র। সব মিলিয়ে এই মাসে ৫ রাশির ভাগ্য মুক্তার মতোই আলো ছড়াতে চলেছে তাঁর ব্যাখ্যা অনুসারে।
কর্কট- কর্কটের কর্মভাগ্য বিশেষরূপে উজ্জ্বল হতে চলেছে এই মাসে, কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন দায়িত্ব লাভ হবে, সেই সূত্রে উপার্জনবৃদ্ধির যোগ রয়েছে। এই সময়ে শুরু করা নতুন কোনও উদ্যোগ ভবিষ্যতে অতীব লাভদায়ক সিদ্ধ হবে। যে কোনও স্থানে ভ্রমণ সৌভাগ্যদায়ক হবে।
advertisement
advertisement
সিংহ- সৃজনশীলতার দিক থেকে জুন মাস সিংহের পক্ষে বিশেষ লাভদায়ক সাব্যস্ত হতে চলেছে। এই সময়ে এঁদের নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি পাবে, ফলে যে কোনও কাজে সাফল্য আসবে। একই সঙ্গে সমাজে সম্মানও বৃদ্ধি পেতে চলেছে।
advertisement
বৃশ্চিক- বৃশ্চিকের জীবনে কিছু পরিবর্তন এলেও তা কল্যাণকর হয়ে উঠবে। এই সময়ে এঁদের শক্তি তথা সামর্থ্য বৃদ্ধি পাবে, ফলে সাফল্য করায়ত্ত হবে সহজেই। দাম্পত্য হবে সুখময়, জমির থেকে হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
মীন– মীনের পক্ষেও জুন মাস সৌভাগ্যের দ্যোতক- এই সময়ে বহুবাঞ্ছিত মানসিক শান্তি লাভ করবেন এঁরা, শারীরিক যন্ত্রণা থেকেও মুক্তি মিলবে। পরিবারের সবার স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে শুরু করা কাজও উপার্জন এবং সম্মান বৃদ্ধির সহায়ক হবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Deoghar,Deoghar,Jharkhand
First Published :
June 02, 2023 5:12 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
June Rashifal: স্বাতী নক্ষত্রে শুরু হল মাস, ভাগ্য যেন মুক্তার মতো আলো ছড়াবে এই ৫ রাশির!



