Get Freedom from Debt:বাজারে প্রচুর ঋণ? শোধ করতে পারছেন না? এই মন্ত্রটি পড়ুন, সব সমস্যার সমাধান হবে
- Written by:Trending Desk
- local18
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পণ্ডিত ভোলা শাস্ত্রী বলেছেন যে, এই একটি মন্ত্রের মাধ্যমে একজন ব্যক্তি কেবল ঋণমুক্ত হবেন তাই নয়, বরং তিনি তাঁর আর্থিক অবস্থারও উন্নতি করতে পারবেন।
ঋণের বোঝা আমাদের সারা জীবন কষ্ট দেয়। অনেক সময় অনেক চেষ্টা করেও আমরা ঋণ থেকে মুক্তি পাই না। এমন পরিস্থিতিতে আজ আমরা এমন একটি মন্ত্রর কথা বলব যা নিয়মিত পাঠ করলে আমরা শীঘ্রই ঋণ থেকে মুক্তি পেতে পারি।
পণ্ডিত ভোলা শাস্ত্রী আমাদের সঙ্গে আলোচনাকালে বলেছেন যে, এই একটি মন্ত্রের মাধ্যমে একজন ব্যক্তি কেবল ঋণমুক্ত হবেন তাই নয়, বরং তিনি তাঁর আর্থিক অবস্থারও উন্নতি করতে পারবেন। এছাড়াও তিনি বিভিন্ন উৎস থেকে আয় করতে পারবেন। ব্যক্তির জীবনে অর্থের পাশাপাশি অন্যান্য সম্পদের পরিমাণও বাড়তে থাকবে।
অনেকক্ষেত্রেই দেখা যায় যে, কঠোর পরিশ্রম করেও টাকা ধরে রাখতে পারেন না কেউ কেউ, বরং তাঁদের প্রায়ই অন্যের কাছ থেকে টাকা ধার করতে হয়। এভাবে দিন দিন দেনার পরিমাণ বাড়তে থাকে। অনেকক্ষেত্রেই দেনার দায় শোধ করতে না পেরে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। এমতাবস্থায় ঋণ-নিরোধক মঙ্গল স্তোত্র পাঠ করলে যে কেউ উপকার পাবেন। নিয়মিত এই পাঠ করলে ঋণ সংক্রান্ত বাধা দ্রুত শেষ হয়ে যাবে।
advertisement
advertisement
ঋণ মোচন মঙ্গল স্তোত্র-
মঙ্গলো ভূমিপুত্রশ্চ ঋণহর্তা ধনপ্রধা।
স্থিরসনো মহাকায়ঃ সর্বকর্মবিরোধঃ ॥
লোহিতো লোহিতক্ষাশ্চ সমগনম্ কৃপাকরঃ।
ধরত্মজঃ কুজো ভৌমো ভূতিদো ভূমিনন্দনঃ ॥
অঙ্গারকো যমশ্চৈব সর্বরোগপ্রহরকঃ।
বৃষ্টঃ কর্তাহর্তা চ সর্বফলপ্রসূ: ॥
ইতানি কুজনমণি নিত্যম ইয়াহ শ্রাদ্ধায় পঠেত।
ধরণীগর্ভসম্ভূতম্ বিদ্যুৎকান্তিসম্প্রভম্।
কুমারম শক্তিহস্তম চ মঙ্গলম্ প্রণামাম্যহম্ ॥
স্তোত্রমাঙ্গারকস্যৈতত্পাথনিয়াম সদা নৃবিঃ।
ন তেষান্ ভৌমজা পীদা স্বল্পপাপি ভবতি ক্বচিৎ।
advertisement
অঙ্গারক মহাভাগ ভগবান ভক্তবৎসল।
ত্বান নমামি মামাশেশ্রীন্মাশু বিনাশয় ॥
রণরোগদিদরিদ্রয়ম্ ইয়ে চানে হাইপামৃত্যবঃ।
ভয়ক্লেশমানস্তপা নাশ্যন্তু মম সর্বদা ॥
অতিবক্তা দুররার্ধ্যা ভোগমুক্ত জিতাত্মানঃ।
তুষ্টো দাদাসি সাম্রাজ্য, রুষ্টো হরসি তক্ষনত।
বিরিঞ্চিশাক্রবিষ্ণুনাম মনুষনাম তু গল্প।
দশ ত্বাম সর্বসত্ত্বেন গ্রহরাজো মহাবলঃ ॥
পুত্রান্দেহি ধনম্ দেহি ত্বামস্মি শরণম্ গতঃ।
অন্দ্রিয়দ্যুধঃখখেন ইষ্ট্রুনান চ ভয়তাঃ ॥
অভিরদ্বাদশবিঃ শ্লোকার্যঃ স্তৌতি চ ধরসুতাম্ ।
advertisement
মহাতিন শ্রীমপ্নোতি হাইপারো ধনদো যুবা ॥
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2024 8:50 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Get Freedom from Debt:বাজারে প্রচুর ঋণ? শোধ করতে পারছেন না? এই মন্ত্রটি পড়ুন, সব সমস্যার সমাধান হবে










