Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৩ অগাস্ট; সকলের চোখের মণি হয়ে উঠবেন আজ! কেমন যাবে মঙ্গলবার
- Published by:Madhurima Dutta
Last Updated:
Numerology Suggestions 23 August 2022: এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
আজ আপনি সকলের চোখের মণি হয়ে উঠবেন এবং এই বিষয়টা উপভোগ করতে হবে। আত্মবিশ্বাসী হয়ে নিজের কাজের মাধ্যমে নাম-ডাক তৈরি করতে হবে।
advertisement
শুভ রঙ: সবুজ এবং হলুদ
advertisement
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১ এবং ৫
দান: অনুগ্রহ করে আজ মন্দিরে হলুদ ফল দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
আজ রোমান্সের মাধ্যমে সম্পর্কের বাঁধন মজবুত হবে। বাচ্চা এবং অভিভাবকদের জন্য আজকের দিনটা খুবই ভালো যাবে।
শুভ রঙ: অ্যাকোয়া এবং সি-গ্রিন
শুভ দিন: সোমবার
advertisement
শুভ সংখ্যা: ২ এবং ৬
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের চিনি দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
ভাগ্য ইতিবাচক দিকে মোড় নেবে, তার জন্য নতুন সুযোগ এবং নতুন পরিবর্তন সাদরে গ্রহণ করতে হবে। আজ কোনও নতুন উদ্যোগ নিলে তা সফল হবে।
শুভ রঙ: বাদামী
শুভ দিন: বৃহস্পতিবার
advertisement
শুভ সংখ্যা: ৩ এবং ১
দান: অনুগ্রহ করে আজ আশ্রমে ব্রাউন সুগার দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
আজ নিজের খাটনি কিছুটা হলেও কমবে। পরিকল্পনা মসৃণ ভাবে বাস্তবায়িত করার জন্য আজকের দিনটা উপযুক্ত।
শুভ রঙ: টিল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ দরিদ্রদের জামা-কাপড় এবং খাবার দান করুন
advertisement
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলেও আধিপত্য খাটানোর স্বভাব নিয়ন্ত্রণে আনতে হবে। আজ বিশেষ মানুষের সঙ্গে দেখা হতে পারে।
শুভ রঙ: সি-গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে আজ দরিদ্র অথবা গবাদি পশুদের সবুজ শস্য দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
আজ সহকর্মীদের অন্ধ ভাবে বিশ্বাস করলে চলবে না। নিজের সমস্ত লক্ষ্যপূরণ করে আজ আপনিই জয়ী হবেন।
শুভ রঙ: আকাশী
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬ এবং ২
দান: অনুগ্রহ করে আজ বাচ্চাদের নীল পেন অথবা পেনসিল দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
আজ কর্মক্ষেত্রে কারওর সঙ্গে নিজের অনুভূতির কথা শেয়ার না-করাই ভালো। আইন-মামলা সংক্রান্ত বিষয় থেকে সতর্ক থাকুন।
advertisement
শুভ রঙ: কমলা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে আজ তামার পাত্র দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
কেউই নিখুঁত নন, তাই অন্যের বিষয়ে রায় দেওয়া চলবে না। অতীতের করা কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে প্রতিকূলতাকে হারিয়ে দিতে পারবেন।
শুভ রঙ: নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আজ অনাথাশ্রমে সরিষার তেল দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
বাইরে অন্যদের সাহায্য করার আগে নিজের ঘরের সমস্যা মেটাতে হবে। আজ স্টক এবং জমিতে ব্যবসায়িক বিনিয়োগ করার জন্য আদর্শ দিন।
শুভ রঙ: বাদামী
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯ এবং ৬
দান: অনুগ্রহ করে আজ এক শিশুকন্যাকে লাল রুমাল দান করুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 12:05 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৩ অগাস্ট; সকলের চোখের মণি হয়ে উঠবেন আজ! কেমন যাবে মঙ্গলবার