Oracle Speaks: ওরাকল স্পিকস ৬ অগস্ট; সাবধান, রাস্তায় বেরোলেই দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই রাশির জাতকদের!

Last Updated:

Oracle Speaks 06 August 2022: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!

Oracle Speaks 06 August 2022
Oracle Speaks 06 August 2022
অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আত্মশক্তি বিকাশের দিন। সেই সঙ্গে নতুন কোনও ঝুঁকি নেওয়ার পক্ষেও আদর্শ। সঙ্গীর স্বাস্থ্য চিন্তায় ফেলতে পারে।
লাকি সাইন – একটি সলিটেয়ার
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
বিবাহ যোগ। পরিবারের খুশির আবর্ত। কর্মক্ষেত্রে মাইল ফলক ছুঁতে এখনও বেশ কিছুটা দেরি।
advertisement
লাকি সাইন – একটি পালক
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
কর্মক্ষেত্রে সমালোচনা হতে পারে। কোনও কাজে দেরি হলেও ধৈর্য ধরে থাকতে হবে।
লাকি সাইন- একটি কাঠের বাক্স
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
দায়িত্ববোধ ক্লান্তি আনতে পারে। বিশ্রাম দরকার। নতুন সুযোগ কাজে আগ্রহী করে তুলবে।
লাকি সাইন- সাদা ফলক
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অতিরিক্ত ক্রোধের ফলে নিজের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বরং বন্ধুত্বপূর্ণ আচরণে দিনটি সুন্দর হতে পারে।
লাকি সাইন- একটি জেড গাছ
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। একান্ত সময়ে নিজের সিদ্ধান্তগুলি পর্যালোচনা করা দরকার।
লাকি সাইন- একটি স্টিকার
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
ভ্রমণ পরিকল্পনা থাকলে তা সেরে ফেলা ভাল। সহকর্মীর পরামর্শে নতুন আয়ের দিশা।
advertisement
লাকি সাইন- সূর্য কিরণ
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
সৌভাগ্যপূর্ণ দিন। সব কাজ সময়ে শেষ হবে। স্টক অর্থনীতি অনুকূল।
লাকি সাইন– হলুদ মোমবাতি
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
কাজের চাপ বাড়বে। গুরুত্বপূর্ণ শেষ করতে গড়িমসি করলে আখেরে ক্ষতি হতে পারে।
লাকি সাইন– একটি সিলিকন মোল্ড
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
মেজাজ সংযত রাখা জরুরি। ছোটখাট চুরির আশঙ্কা, সতর্ক থাকতে হবে।
advertisement
লাকি সাইন– একটি স্ফটিকের গেলাস
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কৌশলে কাজ হাসিল করতে হবে। পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। গাড়ি চালাতে সাবধান।
লাকি সাইন– একটি ছাতা
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কারও দ্বারা অনুপ্রাণিত হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কেউ অভিযুক্ত করতে পারে, মুখ বুজে মেনে নিলে চলবে না।
advertisement
লাকি সাইন- নীল আকাশ
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
advertisement
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ৬ অগস্ট; সাবধান, রাস্তায় বেরোলেই দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই রাশির জাতকদের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement