কলকাতা: কাঁসর, ঘণ্টা, ঢাকের বোল, দেবীস্তূতিতে পরিপূর্ণ হবে চরাচর ২২ মার্চ ২০২৩ থেকে ৩০ মার্চ ২০২৩ তারিখ কালীন সময়। দেবীর এই প্রসন্নতা ভক্তকে পরিপূর্ণ করবে বরাভয়ে। তবে বিশেষ করে জ্যোতিষচক্রের চার রাশির জাতক-জাতিকা দেবী দুর্গার কৃপা লাভ করবেন এই পবিত্র লগ্নে। তাঁদের জীবন থেকে দূর হবে দুর্ভাগ্য, মহামায়া আর সৌভাগ্যের আগমন হবে একই সঙ্গে।
মেষ রাশি: এই চৈত্র নবরাত্রি মেষ রাশির জাতক-জাতিকার জীবন বিশেষ করে সম্পদে পরিপূর্ণ করে তুলতে চলছে। জ্যোতিষ মতে, এই উৎসবকালীন সময়ে তাঁদের আটকে থাকা যে কোনও কাজ পুনরায় শুরু হতে চলেছে অর্থাৎ জীবনপথের বিঘ্ন দূর হতে চলেছে। একই সঙ্গে যেমন আমরা দেবীর কাছে আরোগ্যং দেহি মে বলে বর চাই, সেটি বিশেষ করে পূর্ণ হতে চলেছে এঁদের ক্ষেত্রে- স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার নিবারণ হতে চলেছে।
বৃষ রাশি: এই চৈত্র নবরাত্রিতে বৃষ রাশির জাতক-জাতিকারা বিশেষ করে লাভ করতে চলেছেন আর্থিক দিক থেকে দেবীর কৃপা, তাঁদের ক্ষেত্রে ধনং দেহি কামনা সর্বাংশেই পরিপূর্ণতা লাভ করতে চলেছে। সেই সূত্র ধরেই চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য সম্পর্কে নিঃসন্দিহান হতে পারেন। শুধু কাজে হাত দেওয়ার আগে দেবী দুর্গার স্মরণ অবশ্য কর্তব্য।
চৈত্র নবরাত্রিতে করুন এই মন্ত্রের জপ, মনের সব ইচ্ছা পূরণ হবে সহজেই- ‘ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चै’ > জানালেন পূজারি রামনরেশ মিশ্র ৷
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকা বিশেষ কোন দিক থেকে সমৃদ্ধ হতে চলেছেন দেবীর কৃপায়? এঁদের ক্ষেত্রে ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্ত্যনুসারিণীম তথা সর্বং কামাংশ্চ দেহি মে আকাঙ্ক্ষা চরিতার্থ হতে চলেছে এই চৈত্র নবরাত্রিতে। অর্থাৎ বিবাহের বাধা দূর হতে চলেছে। সেই সঙ্গে দূর হতে চলেছে সংসার প্রতিপালনের চিন্তাও- দুর্গার বরাভয়ে এঁদের কর্মক্ষেত্রে পদোন্নতি এবং উপার্জনবৃদ্ধির যোগ রয়েছে।
তুলা রাশি: দেহি সৌভাগ্যং- এই সার্বিক কামনাই পরিপূর্ণ হতে চলেছে এই চৈত্র নবরাত্রিতে এই রাশির জাতক-জাতিকার জন্য। যে দেবী ভক্তানাং সুখদে, তাঁর কল্যাণদৃষ্টিতে এঁদের জীবনের সামগ্রিক ভাবে মঙ্গল হতে চলেছে। ফলে মনের মতো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, রয়েছে নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার যোগও। সব দিক থেকেই ত্রৈলোক্যশুভদার আশীর্বাদে নানা সুখবর পেতে চলেছেন এঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।