শুরু হতে চলেছে হিন্দু নববর্ষের। ২২ মার্চ, ২০২৩ তারিখ থেকে পড়ে যাচ্ছে বিক্রম সম্বত ২০৮০। হিন্দু নববর্ষের রাজা বুধ এবং মন্ত্রী শুক্র। এমন পরিস্থিতিতে এই বছরটা বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। অন্য দিকে আবার কিছু রাশির জাতক-জাতিকার জন্য এই নতুন বছরটা কঠিন হয়ে যেতে পারে। কাশীর জ্যোতিষাচার্য স্বামী কানহাইয়া মহারাজ জানিয়েছেন যে, নতুন বছরে শনির যুতি পাঁচটি রাশির জাতক-জাতিকার জীবনে সমস্যা বৃদ্ধি করবে।
জ্যোতিষাচার্য স্বামী কানহাইয়া মহারাজের মতে, এই তালিকায় রয়েছে কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ এবং মীন রাশি। আসলে শনির সাড়ে সাতি ও ঢাইয়ার কারণে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে নেমে আসবে নানা ধরনের সমস্যার খাঁড়া। তিনি আরও জানিয়েছেন যে, নতুন বছরটি এই সব রাশির জাতক-জাতিকাদের জন্য সংগ্রামে পূর্ণ হবে। সারা বছর ধরে তাঁদের অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক ও মানসিক যন্ত্রণা ভোগ করতে হবে।
জ্যোতিষাচার্যের বক্তব্য, এই গোটা বছরটাই শনিদেবকে খুশি করে চলতে হবে ওই সব রাশির জাতক-জাতিকাদের। এর জন্য সমস্ত রকম ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে প্রতি শনিবার করে ভগবান হনুমানজির পুজো করতে হবে। অশ্বত্থ গাছের তলায় লোহার রিং দিয়ে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করতে হবে। এ-ছাড়া শনিবার করে কালো তিল দান করলেও এই সব সমস্যা থেকে মুক্তি দেবে। এখানেই শেষ নয়, এই সময়টায় সমস্যা কাটানোর জন্য অভাবীদের সাহায্যের জন্য দান-ধ্যান করা বাঞ্ছনীয়।
কোন কোন রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছর শুভ হতে চলেছে? জ্যোতিষাচার্য স্বামী কানহাইয়া মহারাজের মতে, এই নতুন বছর অর্থাৎ বিক্রম সম্বত ২০৮০ আবার মেষ, বৃষ, সিংহ ও তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই বছর তাঁদের সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সেই সঙ্গে এঁরা জীবনে দুর্দান্ত সাফল্যেরও অধিকারী হবেন।