Budh Gochar: নতুন বছরে বুধের মার্গী অবস্থান আনছে ভদ্ররাজ যোগ, টাকা উপচে পড়বে এই কয়েক রাশির জাতক-জাতিকার ঘরে

Last Updated:

Budh Gochar 2023: বুধের এ হেন রাশি পরিবর্তন বছরের শুরুতেই ভদ্ররাজ যোগ তৈরি করবে যা ৫টি রাশির জাতক জাতিকাদের প্রচুর সম্পদ ও সম্পত্তির অধিকারী করবে।

নতুন বছরে বুধের মার্গী অবস্থান আনছে ভদ্ররাজ যোগ, টাকা উপচে পড়বে এই কয়েক রাশির জাতক-জাতিকার ঘরে
নতুন বছরে বুধের মার্গী অবস্থান আনছে ভদ্ররাজ যোগ, টাকা উপচে পড়বে এই কয়েক রাশির জাতক-জাতিকার ঘরে
কলকাতা: ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধকে সম্পদ, বুদ্ধিদাতা হিসেবে বিবেচনা করা হয়। বুধ গ্রহের গোচরে আমাদের রাশিচক্রের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবন নানা ভাবে প্রভাবিত হয়। ইতিমধ্যেই বুধ ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিন থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত বেশ কয়েকবার তার অবস্থান বদল করেছে এবং আবারও করবে। আগামী ৩১ ডিসেম্বর, বুধ ধনু রাশিতে অবস্থান করবে এবং তারপর আগামী ১৮ জানুয়ারি, ২০২৩ তারিখে তিনি মার্গী অবস্থান গ্রহণ করবে এবং ৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে তিনি মকর রাশিতে প্রবেশ করবে। বুধের এ হেন রাশি পরিবর্তন বছরের শুরুতেই ভদ্ররাজ যোগ তৈরি করবে যা ৫টি রাশির জাতক জাতিকাদের প্রচুর সম্পদ ও সম্পত্তির অধিকারী করবে।
মেষ রাশি:
মেষ রাশির জাতক-জাতিকারা বুধের গমনে লাভবান হবেন। তাঁদের ভাগ্যনক্ষত্র উজ্জ্বল হতে চলেছে এবং তাঁরা জীবনের প্রতিটি কাজে সাফল্য পাবেন। যাঁরা অধ্যয়নের সঙ্গে যুক্ত তাঁরা নানা সুযোগ সুবিধা পাবেন। কেউ কেউ বিদেশ সফরে যাওয়ারও সুযোগ পাবেন। যে কোনও গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ইন্টারভিউতে যাঁরা অংশ নেবেন তাঁরাও সাফল্য পেতে পারেন। জাতক-জাতিকারা আর্থিক ভাবেও লাভবান হবেন।
advertisement
advertisement
মিথুন রাশি:
মিথুন রাশির অধিপতি বুধ গ্রহ। বুধের গমনে এই রাশির জাতক-জাতিকারা নানা ভাবে উপকৃত হবেন। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। স্বাস্থ্য ভাল থাকবে। যাঁরা পার্টনারশিপে কাজ করছেন তাঁরাও লাভবান হবেন। আর্থিক ভাবে জাতক-জাতিকারা অত্যন্ত লাভবান হবেন। অবিবাহিত ব্যক্তিদের বিয়ের যোগ তৈরি হচ্ছে।
advertisement
ধনু রাশি:
বুধ তাঁর রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবেন এবং ৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত সেখানেই অবস্থান করবেন। এই সময়ে এই রাশির জাতক-জাতিকারা খুবই উপকৃত হবেন। কর্মজীবনে তাঁরা অগ্রগতি লাভ করবেন। ব্যবসায়িক পরিসীমা বাড়বে। বেড়াতে যাওয়ার সুযোগ মিলতে পারে। বিনিয়োগের জন্য এটি ভাল সময়। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিতর্কিত বিষয়ে সাফল্য আসতে চলেছে।
advertisement
কুম্ভ রাশি:
বুধের রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দারুণ সুযোগ-সুবিধা দেবে। তাঁদের আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। আয়ের নতুন পথ তৈরি হবে। রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ব্যক্তিরা বড় পদ পেতে পারেন। বিনিয়োগ থেকে জাতক-জাতিকারা দারুন লাভ পাবেন।
advertisement
মীন রাশি:
বুধের গমন মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে উন্নতির সুযোগ নিয়ে আসবে। ব্যবসার জন্য এই সময়টি চমৎকার প্রমাণিত হতে পারে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে বা যাঁরা ইতিমধ্যেই চাকরি করছেন তাঁদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আর্থিক সাফল্য পেতে পারেন।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Budh Gochar: নতুন বছরে বুধের মার্গী অবস্থান আনছে ভদ্ররাজ যোগ, টাকা উপচে পড়বে এই কয়েক রাশির জাতক-জাতিকার ঘরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement