Bhim Puja 2024: ভীম দেবতার পুজো! গলায় লক্ষ লক্ষ টাকার মালা! যা মানত করবেন তাই হবে! জানুন অবাক করা কাহিনি!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Bhim Puja 2024: হাজার হাজার ভক্তের ভিড় হয়! বাতাসার মালা, টাকার মালায় ভরে যায় মন্দির! জানলে অবাক হবেন
নন্দকুমার: গ্রামবাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দেবতার পূজা হয়। রাঢ় বাংলার বিভিন্ন জায়গায় ভীম পুজোর প্রচলন আছে। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী নন্দকুমারের তাড়াগেড়্যা গ্রামের ভীম পুজো। শুক্ল পক্ষের একাদশী তিথিতে শুরু হয় ভীম পুজো। ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার নন্দকুমার থানার অন্তর্গত ব্যবত্তারহাট তাড়াগেড়্যা ঐতিহ্যবাহী ভীম মেলার শুভ আরম্ভ হয়েছে। লক্ষ লক্ষ টাকার মালা দেবতার গলায় চড়ান ভক্তরা। মন্দির কমিটি থেকে জানা যায় প্রতিবছর প্রায় ১৫ লক্ষ টাকার মালা ভীমের গলায় ওঠে।
রাঢ়বঙ্গের বিভিন্ন জেলায় ভীম পুজোর প্রাধান্য লক্ষ্য করা যায়। ভীম পুজোর ইতিহাস নিয়ে দু’ধরনের মতবাদ পাওয়া যায়। ভীমকে দেবতার ন্যায় পুজো শুরু করেন। ভীম পুজো শুরু নিয়ে একাধিক মতবাদ থাকলেও। পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি ব্লক তমলুক নন্দকুমারে দুটি ঐতিহ্যশালী ভীম পুজো হয়ে আসছে বহুকাল ধরে। নন্দকুমার ব্লক এর তাড়াগেড়্যা গ্রামের ভীম মেলাটি ৩৫০ বছর ধরে চলছে বলে জানিয়েছেন গ্রাম কমিটির সম্পাদক গোপাল চন্দ্র গুড়িয়া ও সভাপতি স্বদেশ ঘড়া।
advertisement
advertisement
মূর্তিটির উচ্চতা প্রায় ৪০ ফুটের বেশি।মূল ভীম মন্দিরটি প্রায় ৫ ডেসিমল জায়গার উপর ১ কোটি টাকা খরচ হয় নির্মিত হয়েছে। প্রতিবছর রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা তাদের মানত করা টাকার মালা ভীমের গলায় দান করেন। প্রতি বছর সেই টাকার পরিমাণ ১২ থেকে ১৫ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। মেলা চালাতে প্রায় খরচ হবে ১২ থেকে ১৩ লক্ষ টাকা। এ বিষয়ে জেলা গোপালচন্দ্র গুড়িয়া জানান, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ভীম মন্দিরে। টাকার মালা বাতাসের মালা দিয়ে মানতের পুজো সারেন বহু মানুষ। মেলা চলে ১১ দিন।’ কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে ভক্তদের জন্য মেলা প্রাঙ্গণে শৌচালয় ও স্নানাগার নির্মিত হয়েছে।
advertisement
সৈকত শী
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 4:03 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bhim Puja 2024: ভীম দেবতার পুজো! গলায় লক্ষ লক্ষ টাকার মালা! যা মানত করবেন তাই হবে! জানুন অবাক করা কাহিনি!