ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলি করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবারের ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় মেনে চলুন কিছু নিয়ম; এতে জীবন আরও সুন্দর হবে ভাইয়ের।
#কলকাতা: ভাইফোঁটা করার অর্থ হল ভাইয়ের জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা। এবারের ভাইফোঁটায় ফোঁটা দেওয়ার সময় মেনে চলুন কিছু নিয়ম; এতে জীবন আরও সুন্দর হবে ভাইয়ের।
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
ভাইয়ের কপালে কেশরের ফোঁটা আর হাতে লাল সুতো বেঁধে দিতে হবে। ফোঁটা দেওয়ার সময় কালো পোশাক পরলে ভালো।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
ফোঁটা দেওয়ার সময় বোনেদের সবুজ পোশাক পরলে হবে না। কেশর ও হলুদ মিশিয়ে ফোঁটা দিতে হবে এবং লাল ও হলুদ সুতো বেঁধে দিতে হবে হাতে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
কপালে লাল সিঁদুরের টিকা দিতে হবে একবারে। বোনরা নীল রঙের জামা পরবে এবং ভাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে দেবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
বোনেদের সবুজ জামা পরলে চলবে না। হলুদ ও কেশর মিশিয়ে ফোঁটা দিতে হবে এবং হাতে হলুদ সুতো বেঁধে দিতে হবে।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
কালো জামা পরে ফোঁটা দিতে হবে। কেশর দিয়ে ফোঁটা দিতে হবে এবং হাতে লাল সুতো বেঁধে দিতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
লাল সিঁদুর দিয়ে ফোঁটা দিতে হবে ভাইয়ের কপালে। বোনেরা হলুদ রঙের সুতো বেঁধে দেবে এবং নীল রঙের জামা পরে থাকবে।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
ভুলেও যেন বোনেরা সবুজ জামা না পরে ফোঁটা দেওয়ার সময়। হলুদ আর কেশর মিশিয়ে ফোঁটা দিতে হবে ভাইয়ের কপালে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
কালো জামা পরতে হবে বোনেদের। ভাইয়ের কপালে দিতে হবে কেশরের ফোঁটা আর হাতে বাঁধতে হবে লাল সুতো।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
সাদা জামা পরে ভাইয়ের কপালে হলুদ দিয়ে ফোঁটা দিতে হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
লাল চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে। বোনেরা পরবে সোনালি রঙের পোশাক এবং ভাইয়ের হাতে কালো সুতো বেঁধে দেবে।
আরও পড়ুন: ফোঁটায় ভাইয়ের মিষ্টির থালা সাজান রাশি অনুয়ায়ী, রসনা তৃপ্তি তো হবেই, চিরস্থায়ী ঠাঁই নেবেন মা লক্ষ্মীও
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
লাল চন্দন দিয়ে ফোঁটা দিতে হবে। বোনেরা যেন সোনালি রঙের পোশাক না পরে এবং ভাইয়ের হাতে কালো সুতো বেঁধে দেবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
সাদা জামা পরে হলুদ দিয়ে টিকা দিতে হবে ভাইয়ের কপালে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 11:19 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ফোঁটার সময় ভাইয়ের মঙ্গলকামনায় এই কাজগুলি করলে সার্থক ভ্রাতৃদ্বিতীয়া, জানুন রাশিচক্র মেনে