Baby Name Numerology: সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন নাম নিয়ে আসবে সৌভাগ্য-সমৃদ্ধি? সন্তানের নামকরণের আগে জেনে নিন

Last Updated:

Baby Name Numerology: নেম নিউমেরোলজির ভিত্তি লুকিয়ে রয়েছে নবজাতকের নেম নিউমেরোলজি বিশ্লেষণের মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি বোঝার মধ্যেই।

নামের সংখ্যাতত্ত্ব
নামের সংখ্যাতত্ত্ব
কলকাতা: নামেই লুকিয়ে রয়েছে মানুষের মূল পরিচয়। ফলে সন্তান জন্মানোর পরে তাঁকে তার জীবনের সেরা যে উপহারটা দেওয়া যেতে পারে, সেটা হল ‘নাম’। তাই অভিভাবক হিসেবে সন্তানকে সুন্দর এবং সাদৃশ্যপূর্ণ নাম দেওয়া যেতে পারে। যা তার জীবনকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলবে। সেই সঙ্গে তার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধিও বয়ে আনবে।
অর্থাৎ বড় হওয়ার পরে স্বাস্থ্য, অর্থনৈতিক দিক এবং সম্পর্কের ক্ষেত্রে নামের জোরেই সফল হবে তারা। এই কারণে শিশুদের জন্য উপযুক্ত নাম বাছতে হবে। আর এর জন্য সংখ্যাতত্ত্ব মিলিয়ে সন্তানের নাম বেছে নিতে হবে। এই বিষয়ে সাহায্য করতে পারে বেবি নেম নিউমেরোলজি।
বেবি নেম নিউমেরোলজি সম্পর্কে বুঝতে হবে:
advertisement
নেম নিউমেরোলজির ভিত্তি লুকিয়ে রয়েছে নবজাতকের নেম নিউমেরোলজি বিশ্লেষণের মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি বোঝার মধ্যেই। আসলে নাম সংখ্যাতত্ত্ব বা নেম নিউমেরোলজি মানসিক চিন্তাভাবনার ধরনের প্রতীক। নির্দিষ্ট ভাবে বলতে গেলে এটা আসলে বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়। প্রতিটি নামের মধ্যেই অনন্য একটা ব্যাপার থাকে। আর নামের প্রতিটি অক্ষরই সংশ্লিষ্ট সংখ্যা দ্বারা সংজ্ঞায়িত করা হয়। প্রতিটি মানুষের ফার্স্ট নেম আসলে তার ব্যক্তিত্ব ও জ্ঞানের পরিচায়ক। আর লাস্ট নেম তার বংশমর্যাদা বহন করে। এই দুইয়ে মিলেই অর্থবহ হয়ে ওঠে নাম।
advertisement
বেবি নেম নিউমেরোলজি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
নবজাতকের জন্য একটা সৌভাগ্যশালী নাম বেছে নেওয়া হলে তার জীবন কিন্তু সমস্ত রকম বাধা-বিপত্তি থেকে মুক্ত থাকবে। আবার অন্য দিকে নাম বাছার ক্ষেত্রে ভুল হয়ে গেলে কিন্তু মুশকিল! এতে সেই শিশুর জীবনে ঘনিয়ে আসবে ঘোরতর সমস্যা! নেম নিউমেরোলজির ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বের মধ্যে অন্যতম হলেন ডিজিটস এন ডেসটিনির পূজা জৈন। তাঁর মতে, সন্তানের নামকরণের ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর দিতে হবে। নেম নিউমেরোলজি কীভাবে কাজ করে এবং নাম-সংখ্যার সম্পর্কের প্রাথমিক কিছু বিষয় বুঝতে হবে। আর এর মাধ্যমেই সন্তানের জন্য সঠিক নাম বেছে নেওয়া যাবে।
advertisement
বেবি নেম নিউমেরোলজির সম্পর্কে যে বিষয়গুলি জানা জরুরি:
জন্মতারিখ লিঙ্গ পদবী প্রথম অক্ষর বা আদ্যক্ষর প্রত্যয় বা সাফিক্স (অপশনাল) নামের মধ্যেই নিহিত থাকে আমাদের আসল পরিচয়। ফলে শিশুর জন্মের পর সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামকরণ করা হলে তাঁর জীবন সাফল্যে ভরে যায়। ঠিক একই রকম ভাবে ব্যবসা শুরু করলেও তার নাম সংখ্যাতত্ত্ব মেনেই ঠিক করা উচিত। আসলে এই বিষয়টার উপরেই নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাফল্য এবং ব্যর্থতা। বহু সময়ই দেখা যায় যে, নামের নেতিবাচকতার কারণে যথেষ্ট উদ্যম থাকা সত্ত্বেও ব্যবসা সাফল্য লাভ করতে পারে না।
advertisement
তাহলে বোঝাই যাচ্ছে যে, সংখ্যাতত্ত্ব মেনে নাম দেওয়ার উপরেই নির্ভর করে প্রতিষ্ঠান বা সংস্থার অগ্রগতি। তাই নিজের নাম অথবা অংশীদার থাকলে তাঁর নামের ইতিবাচক দিকের সঙ্গে সাযুজ্য রেখেই প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করা উচিত। নামের ইতিবাচক দিকের সঙ্গে থাকে সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মচারীদের উদ্ভাবন ক্ষমতা। এই ইতিবাচকতার কারণ দারুন ভাবে ফল লাভ করতে পারবে প্রতিষ্ঠান। আর কার্যকলাপ বা পারফরমেন্স আরও মজবুত করার জন্য একটা সৌভাগ্যশালী ব্যবসায়িক নাম বেছে নিতে হবে। যেহেতু সংখ্যা আমাদের জীবনে বেশ বড়সড় ভূমিকা পালন করে, তাই নিজের নতুন উদ্যোগ কিংবা সদ্যোজাত সন্তানের জন্য সঠিক নাম বেছে নেওয়ার পন্থাটা জানতে হবে।
advertisement
সেই সব সংখ্যা সম্পর্কে জেনে নিজের জীবনে তার অর্থ বিশ্লেষণ করে নিতে হবে। আর এগুলি বিশ্লেষণের মাধ্যমেই নিজের এবং পারিপার্শ্বিক জীবনের বহু গোপন বিষয়েরই সন্ধান পাওয়া যায়। আর নিজের সন্তান জন্মানোর সময় কিংবা নিজস্ব প্রতিষ্ঠান শুরু করার আগে সংখ্যাতত্ত্ব মেনে অনেতকেই নামকরণ করতে চাইবেন। কিন্তু এর উপায়টা ঠিক কী। আসলে বিষয়টা প্রথমে জটিল মনে হলেও তেমনটা আদতে নয়। নাম রাখার পদ্ধতি শিখে সঠিক নামকরণের জন্য বৈদিক নিউমেরোলজি বা বৈদিক সংখ্যাতত্ত্বের সাহায্য নেওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Baby Name Numerology: সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন নাম নিয়ে আসবে সৌভাগ্য-সমৃদ্ধি? সন্তানের নামকরণের আগে জেনে নিন
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement