Astrology 2023: সরকারি চাকরির যোগ, সূর্যের গোচরে বিরাট লাভের মুখে এই রাশির জাতক-জাতিকারা

Last Updated:

জ্যোতিষী পণ্ডিত রিপুসূদন ঠাকুর জানান, মেষ থেকে ষষ্ঠ ঘরে গমনের সময় সূর্যের প্রভাব চমৎকার কার্যকরী হবে। দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলার নিষ্পত্তি হতে পারে এই সময়। গোপন শত্রুরা পরাজিত হতে পারে।

সরকারি চাকরির যোগ
সরকারি চাকরির যোগ
কলকাতাঃ কালের নিয়মে স্থান পরিবর্তন করে মহাকাশের গ্রহ, নক্ষত্র। যদিও তার একটা অন্য গুরুত্ব ধরা হয় ভারতীয় জ্যোতিষশাস্ত্রে। হিন্দু ধর্ম বিশ্বাসীরা প্রতিটি গ্রহের অবস্থান পরিবর্তনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন।
আসলে ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে এই গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তন আসলে কোনও না কোনও শুভ বা অশুভ প্রভাবকে ইঙ্গিত দিয়ে থাকে। এর প্রভাব সরাসরি পড়ে দ্বাদশ রাশিচক্র (zodiac sign) এবং তার জাতক-জাতিকার উপর।
advertisement
advertisement
আগামী ১৭ নভেম্বর ২০২৩ তারিখে ঘটতে চলেছে সূর্যের গোচর। এই অবস্থায় সূর্যের গোচর নিয়ে জ্যোতিষীরা নানা মতামত দিয়েছেন। এমনটি বিশ্বাস করা হয় যে সূর্যের এই অবস্থান পরিবর্তন আইনি মামলা-সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। আগামী ১৭ নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। পণ্ডিত রিপুসূদন ঠাকুরের মতে, সূর্য যখন একটি রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে তখন তাকে সূর্য গোচর বা সংক্রান্তি বলা হয়।
advertisement
জ্যোতিষী পণ্ডিত রিপুসূদন ঠাকুর জানিয়েছেন যে, আমরা যদি সহজ কথায় সূর্যের স্থানান্তর বুঝতে চাই, তাহলে এর অর্থ হল এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের প্রবেশ। সূর্যের অবস্থান পরিবর্তন হওয়ায় এটিকে সূর্য সংক্রান্তিও বলা হয়।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যকে নয়টি গ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্য প্রায় এক মাস একটি রাশিতে অবস্থান করে। গোচরের সময়, সূর্য প্রতিটি রাশির বিভিন্ন গৃহে অবস্থান করে। তার এই অবস্থানের কারণেই নানা ভাবে প্রভাবিত হয় রাশিচক্র ও তার জাতক-জাতিকরা। এবারের সূর্য গোচরের কেমন প্রভাব পড়তে পারে, তার খানিকটা আন্দাজ করা যেতে পারে।
advertisement
সরকারি চাকরির (government job ) স্বপ্ন পূরণ হতে পারে—
জ্যোতিষী পণ্ডিত রিপুসূদন ঠাকুর জানান, মেষ থেকে ষষ্ঠ ঘরে গমনের সময় সূর্যের প্রভাব চমৎকার কার্যকরী হবে। দীর্ঘদিন ধরে বিচারাধীন মামলার নিষ্পত্তি হতে পারে এই সময়। গোপন শত্রুরা পরাজিত হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগও পেতে পারেন জাতক-জাতিকারা।
যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা যেকোনও ধরনের সরকারি চাকরিতে (government job) আবেদন করতে চাইলে করতে পারেন। সাফল্যের সম্ভাবনা বেশি। কারণ এই দিক থেকেও গ্রহ-পরিবর্তন অনুকূল হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology 2023: সরকারি চাকরির যোগ, সূর্যের গোচরে বিরাট লাভের মুখে এই রাশির জাতক-জাতিকারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement