Jyotish Tips: ঘুম পেলেই ঘুমোচ্ছেন! যে কোনও সময়ে শুতে যাওয়ার অভ্যাস জীবনের সব কিছু শেষ করে দিতে পারে

Last Updated:

Jyotish Tips: ঘুম শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি চাহিদা, কিন্তু অসময় ঘুম জীবনের সব কিছুই শেষ করে দিতে পারে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: জীবনের বিভিন্ন কাজকর্মের উপরে ভাল ও খারাপ দুই রকমের প্রভাব থাকে ৷ সেই কাজের শুভ ও অশুভ প্রভাব থাকে ৷ এই কারমেই প্রতিটি কাজই নিশ্চিত একটি সময়ে করতে হয় ৷ বেশ কিছু কাজ নির্দিষ্ট সময়ে করাটা জরুরি হয়ে পড়ে ৷ কিন্তু বেশিরভাগ সময়ে এই বিষয়গুলি এড়িয়ে যাওয়ার উপক্রম হয় ৷ শরীর ভাল রাখতে বা ক্লান্তি দূর করতে সঠিক পরিমাণ ঘুমের দরকার ৷
তবে ঘুমের জন্য আলাদা আলাদা সময় আলাদা আলাদা প্রভাব ফেলে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে ঘুমানোর বিষয় নির্ভর করে তাকে ব্যক্তির উন্নতি ও অবনতিতে ৷ শাস্ত্রমতে সূর্যাস্তের সময় একদম ঘুমানো তা শয়ন উচিৎ নয় ৷ এমনই মনে করা হয় এই সময়ে কেউ যদি ঘুমান এমন হলে ভাগ্য দেবতা রুষ্ট হন ৷
সেটিই দুর্ভাগ্যের কারণ রূপে চিহ্নিত হয়ে থাকে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে সূর্যাস্তে সময়ে দেবদেবীরা পৃথিবী ভ্রমণ করেন সেই সময়ে কোনও ব্যক্তির শুয়ে থাকাটা নেতি বাচক প্রভাব ফেলতে পারে ৷ সমস্ত কাজে বাধা বিপত্তি আসে ৷ শাস্ত্রমতে কোনও ব্যক্তির ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে ওঠা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ অনেকেই আচেন যাঁরা সূর্যাস্তের পরে দীর্ঘ সময় ধরে শুয়ে থাকেন তাঁদের প্রতি মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ৷ সংসারের সুখ-সমৃদ্ধির বিসর্জন হয় ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Shani Pooja: বাড়িতে গ্রহরাজের উপাসনায় এই ভুল একদমই নয়, বড় মূল্য চোকাতে হবে
সব মিলিয়ে সংসারে এক খারাপ প্রভাব পড়ে ৷ ব্রহ্মমুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের আগের মুহূর্ত অত্যন্ত ভাল মুহূর্ত তখনই ঘুম থেকে ওঠা উচিৎ ৷ এতে ক্রমে ক্রমে সংসারের শ্রীবৃদ্ধি হয় ৷ সংসারের পুণ্যের ফল আসে, সমস্ত কাজসুন্দর ভাবে সংগঠিত হয় ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Jyotish Tips: ঘুম পেলেই ঘুমোচ্ছেন! যে কোনও সময়ে শুতে যাওয়ার অভ্যাস জীবনের সব কিছু শেষ করে দিতে পারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement