Astro Tips 2024: শনির দশা কাটাতে রোজ অশ্বত্থগাছের নিচে প্রদীপ জ্বালান? চরম ভুল থেকে বাঁচতে জ্যোতিষীর পরামর্শ জানুন

Last Updated:

Astro Tips 2024: অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোরও নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যা খুব কম মানুষই জানে।

শনির দশা কাটাতে প্রদীপ জ্বালুন
শনির দশা কাটাতে প্রদীপ জ্বালুন
কলকাতা: শনিদেব ন্যায়াধীশ। এমনটাই মনে করা হয়ে থাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে। ন্যায়ের হিসেব খুঁটিয়ে দেখেন বলেই অন্যায়টাও তাঁর চোখ এড়িয়ে যায় না। আর তখনই শুরু হয় শনির অশুভ প্রভাব। সাড়ে সাত বছর স্থায়ী হলে তাকে বলা হয় সাড়ে সাতি। আর আড়াই বছর ধরে চললে তা ঢাইয়া নামে অভিধা পায়।
অতএব, কেউ শনিদেবের দ্বারা অসুবিধার সম্মুখীন হলে জ্যোতিষীরা শনিদেবকে প্রসন্ন করার নিমিত্ত নানা বিধান দান করে থাকেন। এর মধ্যে অন্যতম হল শনিবার অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া। ছাড়া মানুষ আরও অনেক রকমের দুর্ভাগ্যের প্রতিকারের জন্য অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালায়।
আরও পড়ুন: মানুষ কেন দুঃখের গান শোনে জানেন? চিকিৎসকের যুক্তি অবিশ্বাস্য মনে হবে! জানুন
কিন্তু নিয়মানুযায়ী বা সঠিক পদ্ধতিতে কোনও কাজ না করলে তার ফল পাওয়া কঠিন। একইভাবে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোরও নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যা খুব কম মানুষই জানে। দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, সনাতন ধর্মে অশ্বত্থ গাছ পূজনীয়।
advertisement
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
সম্পূর্ণ আচার-অনুষ্ঠান সহকারে এই গাছের পূজা করলে অনেক ধরনের গ্রহ দোষ ও দুর্ভাগ্য দূর হয়। এছাড়াও অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে নিবেদন করলে বাড়িতে লক্ষ্মী দেবী অধিবাস করেন এবং গৃহবাসীর সকল মনস্কামনা পূর্ণ হয়। এর জন্য, কিছু বিশেষ নিয়ম মেনে চলা প্রয়োজন, যাতে এটি কারও উপর কোনও বিরূপ প্রভাব না ফেলে।
advertisement
অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোর নিয়ম সম্পর্কে এবার পণ্ডিতজি কী বলছেন, দেখে নেওয়া যাক এক এক করে।
সময়টি মনে রাখা দরকার: সকাল এবং সন্ধ্যাকে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোর জন্য সবচেয়ে শুভ সময় হিসাবে বিবেচনা করা হয়।
পরিক্রমা অবশ্য কর্তব্য: অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোর পর গাছ সাতবার প্রদক্ষিণ করতে হবে। এতে করে শনিদেব প্রসন্ন হন এবং সকল প্রকার শনি দোষ দূর হয়।
advertisement
প্রতিদিন প্রদীপ জ্বালানো চলবে না: প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত নয়। শুধুমাত্র বৃহস্পতি ও শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালাতে হবে। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আমাদের সকল ইচ্ছা পূরণ করেন।
ঘি নৈব নৈব চ: অশ্বত্থ গাছের নিচে শুধু সরষের তেলের প্রদীপ জ্বালানো উচিত, কেন না এই তেল শনিদেবের অতীব প্রিয়। অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালালে তবেই একমাত্র অনেক ধরনের গ্রহ দোষ দূর হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astro Tips 2024: শনির দশা কাটাতে রোজ অশ্বত্থগাছের নিচে প্রদীপ জ্বালান? চরম ভুল থেকে বাঁচতে জ্যোতিষীর পরামর্শ জানুন
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement