Panchang: পঞ্জিকা ২৮ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

২৮ মার্চের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে।

পঞ্জিকা ২৮ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ২৮ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
আরও পড়ুন: Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৭ মার্চ; জন্মদিন মিলিয়ে দেখুন, কেমন কাটবে আজকের দিন!
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৮ মার্চের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল সোম এবং এই একাদশী তিথি থাকবে ২৮ মার্চ বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি।
advertisement
advertisement
আরও পড়ুন:  Zodiac Sign: ২৪ মার্চ থেকে এই রাশিতে বুধাদিত্য যোগ! টাকা-পয়সা, মান সম্মানে ৫ রাশির ধারে কাছে কেউ নেই
২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচনী একাদশী ব্রত পালন করা হবে।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৭ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ৩৬ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৮ মার্চ রাত ৩টে ৫১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৮ মার্চ দুপুর ২টো ৫৯ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নক্ষত্র হল শ্রবণা। ২৮ মার্চ, দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র।
আরও পড়ুন: Rahu Rashi Parivartan: সাবধান! রাহু বদলাচ্ছে চাল, দেড় বছর ধরে সমস্যায় ভুগবেন তিন রাশির জাতক-জাতিকারা
সূর্য অবস্থান করবে মীন রাশিতে। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে ২৮ মার্চ রাত ১১টা ৫৪ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে কুম্ভ রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- ২৮ মার্চ অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ০৭ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৬ মিনিটে। অমৃতযোগ ২৮ মার্চ শুরু হচ্ছে রাত ১টা ২৮ মিনিটে, শেষ হচ্ছে রাত ৩টে ০১ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
আরও পড়ুন:  Solar Eclipse 2022 Effect on Zodiacs: বছরের প্রথম সূর্যগ্রহণ তোলপাড় করবে, এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সাবধান!
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৮ মার্চ রাহুকাল শুরু হচ্ছে সকাল ৭টা ৫৮ মিনিট থেকে, শেষ হচ্ছে সকাল ৯টা ২৯ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang: পঞ্জিকা ২৮ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement