জ্যোতিষ শাস্ত্র মতে ২৪ মার্চ ২০২২ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এইদিনই বুধ ও সূর্যের বিশেষ অবস্থান মীন রাশিতে বুধাদিত্য যোগের সৃষ্টি করবে ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
বিগত ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করেছেন ৷ এবার ২৪ মার্চ সূর্য ও বুধের উতি হচ্ছে ৷ এপ্রিল মাস পর্যন্ত এক সঙ্গে থাকবেন সূর্য ও বুধ ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
জ্যোতিষ শাস্ত্রমতে মীন রাশিতে বুধাদিত্য যোগ রয়েছে ফলে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
বৃষ (Taurus): বুধাদিত্য যোগের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের প্রতিদিনের আমদানি বাড়বে ৷ একই সঙ্গে বাম্পার আর্থিক সংযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
পুরো এপ্রিল মাস ধরে অন্য কোনও স্থান থেকে টাকা পয়সা শুধুই আসবে ৷ ব্যবসার ক্ষেত্রে বিশেষ লাভ হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
মিথুন (Gemini): সূর্য ও বুধের জোড়া শক্তিতে ফলে এই রাশির জাতক-জাতিকাদের প্রবল অর্থলাভ হবে ৷ চাকরি ও ব্যবসা সংক্রান্ত বিষয়ের সমস্যা মিটবে সহজেই ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
আয় বাড়বে একই সঙ্গে আকস্মিক অনেক টাকা প্রাপ্তির সংযোগ আছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
কর্কট (Cancer): কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য বুধাদিত্য যোগ দারুণ ফল দেবে প্রচুর টাকার লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের ৷ আগামী ১৫দিন অত্যন্ত শুভ ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
কন্যা (Virgo): এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ হবে ৷ অংশীদারিত্ব কারবারে অত্যন্ত লাভের মুখ দেখবেন ৷ চাকরিতে পদোন্নতি হওয়ার বিপুল সম্ভাবনা ৷ ভাল মানুষের সঙ্গে হতে পারে দেখা সাক্ষাৎ ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
কুম্ভ (Aquarius): কুম্ভ রাশির জাতকজাতিকাদের জন্য বুধাদিত্য যোগ ভাল হবে ৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভাল হবে ৷ ঋণ দেওয়া টাকা ফেরৎ পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
বিবাহিত জীবন অত্যন্ত সুখের হবে ৷ আত্মীয়স্বজন ও সঙ্গীর থেকে লাভবান হতে পারেন ৷ সব মিলিয়ে অত্যন্ত ভাল সময় কাটবে ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
Disclaimer: নিউজ ১৮ বাংলা কুসংস্কার প্রচার করেনা বা সমর্থনও করেনা ৷ যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করে তবেই নিন ৷ প্রতীকী ছবি ৷