Numerology Special Article: আপনার পেশা মিলিয়ে দেখে নিন কোন সংখ্যায় ভাগ্য খুলবে!

Last Updated:

জন্মতারিখে এই তিন সংখ্যার কোনও একটি থাকে, তবে ভবিষ্যতের দিন স্বর্ণময় হয়ে উঠবে।

#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
এই হিসেবের দিকে যদি চোখ রাখতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে বিশেষজ্ঞরা যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁদের জন্য বিশেষ তিনটি সংখ্যাকে অতীব শুভ বলে নির্ধারণ করেছেন। তাঁরা বলছেন যে রাজনীতিকে পেশা করতে চাইলে এই তিন সংখ্যার সম্পর্ক অঙ্গাঙ্গী, যদি জন্মতারিখে এই তিন সংখ্যার কোনও একটি থাকে, তবে ভবিষ্যতের দিন স্বর্ণময় হয়ে উঠবে।
advertisement
advertisement
এই তিন সংখ্যা হল- ৪, ৩, এবং ৮। হয় এই তিনটি সংখ্যার যে কোনও একটি সরাসরি থাকা বাঞ্ছনীয় অথবা এর যোগফল থাকলে ভাল হয়। কীভাবে তা হিসেব কষে নির্ধারণ করতে হবে, সেই তথ্যের আভাস পূর্বেই দেওয়া হয়েছে।
advertisement
সংখ্যা ৪ কেন অভিনেতাদের জন্য গুরুত্বপূর্ণ?
৪ সংখ্যাটি আমাদের জীবনে সাংগঠনিক দক্ষতা প্রদান করে। এই সংখ্যাটি জন্মতারিখে থাকলে সেই ব্যক্তি সাধারণত অসাধারণ সাংগঠনিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, যে কোনও বিষয় পরিচাসনা করা তাঁর কাছে জাদুর মতোই সহজ হয়ে ওঠে। এই সংখ্যা জীবনে এনে দেয় শৃঙ্খলাবোধ। একই সঙ্গে দৃঢ়চেতা এবং বলিষ্ঠ মানসিকতা প্রদান করে। বলাই বাহুল্য, একজন দক্ষ রাজনীতিকের এই সবকটি গুণই থাকা প্রয়োজন।
advertisement
সংখ্যা ৩ কেন অভিনেতাদের জন্য গুরুত্বপূর্ণ?
৩ সংখ্যাটি মূলত বাগ্মিতা এবং সামাজিক জীবনে জনপ্রিয়তার প্রতীক। রাজনীতিতে টিকে থাকতে হলে এই দুই গুণের সমাহার অবশ্যই কাম্য। একজন রাজনীতিককে তাঁর কথার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে হয়, একই সঙ্গে জনপ্রিয়তা না থাকলে তাঁর পক্ষে দলগত কাজ দিনের পর দিন করে যাওয়া সম্ভব হয় না কখনওই। এই দুই শক্তি প্রদান করে সংখ্যা ৩।
advertisement
সংখ্যা ৮ কেন অভিনেতাদের জন্য গুরুত্বপূর্ণ?
সংখ্যা ৮ অন্য দিকে আমাদের জীবনে পর্যবেক্ষণ এবং অনুধাবনের চারিত্রিক দিকটি গড়ে তোলে। এক সুরাজনীতিককে যেমন দলগত, পরিস্থিতিগত এবং ব্যক্তিচরিত্রের প্রতিটি স্তর পর্যবেক্ষণ করতে হয়, তেমনই তা অনুধাবন করে যথোপযুক্ত সিদ্ধান্ত নিতে হয়, এর উপরেই নির্ভর করে তাঁর কেরিয়ার, অতএব সংখ্যা ৮-এর উপস্থিতিও আবশ্যক।
advertisement
কথা হল, ৪, ৩, ৮ যে সব অভিনেতার জন্মতারিখে থাকবেই, তার তো কোনও মানে নেই! তাহলে?
এক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বরে এই তিন সংখ্যার যে কোনও একটিকে রাখতে হবে।
এই পেশার সঙ্গে যুক্ত শুভ যা কিছু-
শুভ রঙ: সাদা এবং ধূসর
শুভ বার: শনি এবং মঙ্গল
শুভ দান: গবাদি পশু এবং দরিদ্রকে কদলী দান
advertisement
শুভ সংখ্যা: ৩, ৯, ৫
শুভ কাজ:
- বাড়িতে কলাগাছ রোপণ করা এবং প্রত্যহ সকালে সেখানে চিনি-জল নিবেদন করা
- সকালে কপালে চন্দনের তিলক পরা
- তামা/পিতলের একটি মুদ্রা সর্বদা পার্সে রাখা
- ফিটকিরির একটি ছোট টুকরো সর্বদা পকেটে রাখা
- আমিষ, মদ, তামাক, চর্মজ দ্রব্য পরিহার
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: আপনার পেশা মিলিয়ে দেখে নিন কোন সংখ্যায় ভাগ্য খুলবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement