সংখ্যা ৬-কে সাফল্য ও সমৃদ্ধির প্রতীক বলে গণ্য করা হয়! কিন্তু কেন?

Last Updated:

দেখে নেওয়া যাক, সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের বিশেষ চারিত্রিক গুণাবলী, দুর্বলতা এবং তাঁদের অনুকূল কাজের ক্ষেত্র।

#কলকাতা: সংখ্যাততত্ত্ব অনুযায়ী, সংখ্যা ৬ শুক্র গ্রহের প্রতিনিধিত্ব করে। যা এই সংখ্যার জাতক-জাতিকাদের জীবনে বিলাস-ব্যসন, নানা রকম সুযোগ, পরিবার, বন্ধুবান্ধব, সৌভাগ্য এবং সমৃদ্ধি বয়ে আনবে। তবে কিছু কিছু সময় ব্যতিক্রমও আসে। সে-ক্ষেত্রে হয় তো পারিবারিক গোলমাল এবং সুযোগের ঘাটতি এই সংখ্যার জাতক-জাতিকাদের জীবনে নানা ধরনের সমস্যা এসে হাজির হয়। তাই দেখে নেওয়া যাক, সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের বিশেষ চারিত্রিক গুণাবলী, দুর্বলতা এবং তাঁদের অনুকূল কাজের ক্ষেত্র। সেই সঙ্গে সৌভাগ্য ও সমৃদ্ধি বজায় রাখতে কী কী করতে হবে, আর কোন বিষয়গুলি ত্যাগ করতে হবে, সেই বিষয়েও আলোচনা করে নেব আমরা।
শুভ রঙ: নীল এবং গোলাপি
শুভ দিন: শুক্রবার
advertisement
শুভ সংখ্যা: ৫ এবং ৬
চারিত্রিক গুণাবলী:
সুদর্শন, গোছানো, সামাজিক ভাবে দায়িত্বশীল, খুব ভাল সঙ্গী, ভগবানের প্রতি ভক্তি, দয়াশীল হন এঁরা। সাধারণত ৬ সংখ্যার জাতক-জাতিকারা মাটির মানুষ হয়ে থাকেন। এ-ছাড়াও এঁদের গুণাবলীর মধ্যে অন্যতম - এঁরা অনন্য সৃজনশীলতা এবং শিল্পীসত্তার অধিকারী হয়ে থাকেন। নিজের সব কাজ সুনিপুণ ও নিখুঁত ভাবে সুসম্পন্ন করার চেষ্টা করেন এঁরা।
advertisement
চারিত্রিক দুবর্লতা:
এই সংখ্যার জাতক-জাতিকাদের অতিরিক্ত নমনীয় স্বভাবের অপব্যবহার করেন অনেকেই। এঁরা কখনও কখনও নিজেদের কাঁধে অতিরিক্ত দায়িত্ব নিয়ে ফেলেন এবং সব সময় কাল্পনিক জগতে বিরাজ করতে ভালবাসেন। একাকিত্বের ভয়ও এঁদের মনকে গ্রাস করে কখনও কখনও।
অনুকূল পেশা:
advertisement
সংখ্যা ৬-এর জাতক-জাতিকাদের জন্য দুর্দান্ত কাজের ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম - অ্যাকসেসরি, কসমেটিকস, রত্ন ম্যানুফ্যাকচারিং, প্রসাধনী সামগ্রী, দালাল, মেক-আপ শিল্পী, ক্রীড়া সামগ্রী, বিউটিশিয়ান, ফার্নিচার, পোশাক-আশাক, গহনা, ডিজাইনার, রিটেল স্টোর, খাদ্য, চকোলেট, রেস্তোরাঁর মালিক, ধাতু (সোনা ও হিরে), ডাক্তার (চর্মরোগবিশেষজ্ঞ), কাচ, রাজনীতি, সিনেমা, প্রতিরক্ষা, কমিশন এজেন্ট, স্টক মার্কেট প্রভৃতি।
কী কী করণীয়?
অনুগ্রহ করে দরিদ্র অথবা ভিক্ষুকদের চিনি কিংবা দই দান করুন।
advertisement
প্রতি শুক্রবার সমৃদ্ধি আনতে দেবী লক্ষ্মীর পুজো করা বাঞ্ছনীয়।
বাম হাতে রুপোলি রঙের ধাতব ঘড়ি কিংবা চুড়ি পরতে হবে।
কর্মক্ষেত্র যেন বাড়ির কাছেই হয়।
বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রুপোলি রঙা ৬ স্ট্রিংয়ের উইন্ড চাইম রাখতে হবে।
কী কী ত্যাগ করতে হবে?
আমিষ খাওয়া
মদ্যপান
ধূমপান
চর্মজাত দ্রব্য
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
সংখ্যা ৬-কে সাফল্য ও সমৃদ্ধির প্রতীক বলে গণ্য করা হয়! কিন্তু কেন?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement