Numerology Suggestions: সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন সংখ্যার সঙ্গী/সঙ্গিনী আপনার জন্য আদর্শ, জেনে নিন এখানে

Last Updated:

দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ২, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

কলকাতা: জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালবাসার আশ্রয়।
ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ২, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
advertisement
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
এই হিসেবে সংখ্যা ২ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ স্বয়ং চন্দ্র। আর একারণেই সংখ্যা ৪-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে উপযুক্ত নন। কেন?
advertisement
কারণ, সংখ্যা ৪-এর অধিপতি গ্রহ রাহু। সেই জন্যেই-
  • ২ এবং ৪ সংখ্যা একটি দণ্ড চুম্বকের সমমেরুর মতো। তাই জাতক জাতিকা একে অন্যকে বিকর্ষণ করে।
  • ২ ও ৪ সংখ্যার জাতক জাতিকার মধ্যে খানিকটা ঘৃণার সম্পর্ক গড়ে উঠতে পারে।
  • এঁরা উভয়ই কৌশল তৈরি করতে এবং তা বাস্তবায়নে সফল। ফলে একে অন্যের প্রতিযোগী হয়ে উঠতে পারে।
  • advertisement
  • ব্যবসায়িক ক্ষেত্রে এঁরা অংশীদার হওয়ার যোগ্য নয়, তবে প্রতিপক্ষ হিসাবে ভাল কাজ করতে পারে।
  • দাম্পত্যের ক্ষেত্রেও এই জুটিতে অহংবোধ এবং কর্তৃত্বের লড়াই তৈরি হতে পারে।
  • এই দুই সংখ্যার দম্পতিদের ক্ষেত্রে রাহুকে প্রভাবিত করতে জপ করতে হবে। সেই সঙ্গে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার।
  • আবার, সংখ্যা ৫, যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে, তাঁরা সংখ্যা ২-এর পক্ষে উপযুক্ত সঙ্গী/সঙ্গিনী হয়ে উঠতে পারেন। এই সংখ্যার অধিপতি বুধ। ফলে-
    advertisement
    • ৫ সংখ্যার জাতক-জাতিকা ১ সংখ্যার সঙ্গে সুখী হতে পারে। এটি সৌভাগ্যের জোড় হিসেবে প্রতিভাত হয়।
    • কিন্তু ২ সংখ্যার জাতক জাতিকা ৫-এর সঙ্গে খানিকটা নিরপেক্ষ সংযোগ স্থাপন করতে পারে।
    • চন্দ্র এবং বুধ উভয়ই প্রকৃতিতে উজ্জ্বল এবং তাই এই সংখ্যার জাতক জাতিকা নাম, যশ, গাড়ি, বাড়ির অধিকারী হতে পারে।
    • advertisement
    • কোনও ব্যক্তির জন্ম তারিখে ৫ এবং ২-এর সংমিশ্রণ থাকলে তিনি গ্ল্যামার, রাজনীতি, নির্মাণ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, খেলাধুলা এবং বিপণনের সফ হতে পারেন।
    • এই সংখ্যার কোনও জাতিকা সর্বদা সমৃদ্ধ পরিবার, বন্ধুবান্ধব সুখ উপভোগ করে থাকেন।
    • বুধবারে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত।
    • view comments
      বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
      Numerology Suggestions: সংখ্যাতত্ত্ব অনুযায়ী কোন সংখ্যার সঙ্গী/সঙ্গিনী আপনার জন্য আদর্শ, জেনে নিন এখানে
      Next Article
      advertisement
      'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
      'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
      • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

      VIEW MORE
      advertisement
      advertisement