Rakhi 2022: ভাইয়ের ভাল চান তো? রাশি মেনে রাখির রঙ বাছুন, গ্রহদেবতা প্রসন্ন হলেই আপসে বাকিটা হয়ে যাবে!

Last Updated:

Rakhi 2022: একটা বিষয় হয় তো অনেকেই জানেন না যে, ভাইদের রাশি অনুযায়ী রাখির রঙ বেছে নিতে হয়। তাতে ভাল ফল মেলে।

#কলকাতা: একেবারে দোরগোড়ায় হাজির রাখি উৎসব। আর রাখিবন্ধনের (Raksha Bandhan 2022) কথা বললে ভাই-বোনের পবিত্র বন্ধনের কথাই মনে আসে। আসলে ভাইদের হাতে রাখি বেঁধেই প্রত্যেকটি বোন এই পবিত্র দিনটিকে উদযাপন করে থাকে। আর উপহারের আদানপ্রদানের পাশাপাশি প্রতিটি ভাই এই অঙ্গীকার করে যে, জীবনের যে কোনও পর্যায়ে যে কোনও পরিস্থিতিতে সে তার বোনকে রক্ষা করবে।
রাখি বন্ধনের শুভ মুহূর্ত
প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই শুভ উৎসব পালন করা হয়। আর এই বছর রাখিবন্ধন উৎসব পড়েছে দু’দিন অর্থাৎ ১১ অগাস্ট এবং ১২ অগাস্ট। আসলে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার ১১ অগাস্ট, ২০২২ তারিখের সকাল ১০টা ৩৮ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে শুক্রবার ১২ অগাস্ট, ২০২২ তারিখের সকাল ৭টা ০৫ মিনিটে। তাই জ্যোতিষ মতে, লগ্ন থাকলেও বৃহস্পতিবার ১১ অগাস্ট, ২০২২ তারিখে সারা দিনের মধ্যেই রাখি বন্ধন সম্পন্ন করা ভাল।
advertisement
তবে একটা বিষয় হয় তো অনেকেই জানেন না যে, ভাইদের রাশি অনুযায়ী রাখির রঙ বেছে নিতে হয়। তাতে ভাল ফল মেলে। তাই দেখে নেওয়া যাক, ভাইয়ের রাশি (Zodiac Sign) অনুযায়ী কোন রঙের রাখি তার জন্য উপযুক্ত।
advertisement
advertisement
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
এই রাশির উপর সবথেকে বেশি প্রভাব রয়েছে মঙ্গলের (Lord Mangal)। তাই এই মেষ রাশির জাতকদের জন্য লাল রঙের রাখি একেবারে আদর্শ।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
বৃষ রাশির উপর সবথেকে বেশি প্রভাব শুক্র গ্রহের (Lord Shukra)। ভাল ফলের জন্য তাই রাখির দিনে এই রাশির জাতকদের হাতে নীল রঙের রাখি বাঁধা উচিত তাদের বোনেদের।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
মিথুন রাশির উপর প্রভাব রয়েছে বুধ গ্রহের (Lord Budh)। তাই এই রাশির জাতকদের হাতে সবুজ রাখিই বাঁধা উচিত বোনেদের। এতে ভাই-বোন উভয়েরই জ্ঞান এবং বুদ্ধির বিকাশ ঘটবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
কর্কট রাশির উপর সবথেকে বেশি প্রভাব রয়েছে চন্দ্রের (Lord Chandra)। তাই এই রাশির জাতকদের জন্য সাদা রঙের রাখিই উপযুক্ত। এতে ভাই-বোন উভয়েই সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করতে পারবে।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
এই রাশির অধিপতি হল সূর্য (Lord Surya)। জ্যোতিষ শাস্ত্র মতে, সিংহ রাশির জাতকদের হাতে লাল অথবা হলুদ রাখি বাঁধা উচিত।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কন্যা রাশির উপর সবথেকে বেশি প্রভাব রয়েছে বুধ গ্রহের। তাই এই রাশির জাতকদের হাতে গাঢ় সবুজ রঙের রাখি বাঁধা উচিত। এতে সেই ভাইয়েরা নিজেদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবে।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
তুলা রাশির অধিপতি হল শুক্র গ্রহ। এই রাশির জাতকদের হাতে গোলাপি রঙের রাখি বাঁধা উচিত বোনেদের। কারণ এতেই দীর্ঘজীবনের আশীর্বাদ পেতে পারেন এই রাশির জাতকরা।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
বৃশ্চিক রাশির উপর সবথেকে বেশি প্রভাব মঙ্গল গ্রহের। তাই এই রাশির জাতকদের জন্য লাল অথবা মেরুন রঙের রাখিই উপযুক্ত। আর এতে ভাই-বোন উভয়েই শত্রুদের বিনাশ করতে পারে।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
ধনু রাশির অধিপতি হল শুক্র গ্রহ। ভাইরা যাতে পেশাগত জীবনে অনেক উন্নতি করতে পারে, তার জন্য এই রাশির জাতকদের হাতে হলুদ রঙের রাখিই বাঁধা উচিত।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
মকর রাশির উপর সবথেকে বেশি প্রভাব রয়েছে শনি গ্রহের (Lord Shani)। এই রাশির জাতকদের হাতে নীল রঙের রাখি বাঁধা উচিত। এতে সেই ভাইয়ের উপরে ভগবানের আশীর্বাদ বজায় থাকবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কুম্ভ রাশির উপর শনি গ্রহের প্রভাব সবথেকে বেশি। তাই ভাল ফল পেতে এই রাশির জাতকদের হাতে গাঢ় সবুজ রঙের রাখি বাঁধা উচিত বোনেদের।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
মীন রাশির অধিপতি হল শুক্র গ্রহ। এই রাশির জাতকদের জন্য তাই হলুদ রাখি আদর্শ। তাই ভাইয়েরা যাতে সমস্ত রোগভোগ থেকে মুক্ত থাকতে পারে, তার জন্য এই রাশির জাতকদের হাতে হলুদ রাখিই বাঁধা উচিত বোনেদের।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rakhi 2022: ভাইয়ের ভাল চান তো? রাশি মেনে রাখির রঙ বাছুন, গ্রহদেবতা প্রসন্ন হলেই আপসে বাকিটা হয়ে যাবে!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement