পেহলু খানের পর এবার আকবর খান, আলওয়ারে গোরক্ষা বাহিনীর হাতে মৃত্যু যুবকের

Last Updated:

পেহলু খানের পর এবার আকবর খান, আলওয়ারে গোরক্ষা বাহিনীর হাতে মৃত্যু যুবকের

#আলওয়ার: বেশ কয়েকদিন আগেই গণপিটুনি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে  সুপ্রিম কোর্ট । গণপিটুনি নিয়ে আলাদা আইন গড়ার নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রকে । কিন্তু ছবিটা একদমই পাল্টায়নি । আবারও গোরক্ষার নামে পিটিয়ে হত্যা করা হল ২৮ বছরের এক যুবককে ।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারের রামগড় এলাকায় । ২৮ বছরের আকবর খান ও আরও একজন দুটি গরু নিয়ে ফিরছিলেন । দুজনেই নিকটবর্তী হরিয়ানার একটি গ্রামের বাসিন্দা । হঠাৎই তাঁদের পথ আটকান বেশ কয়েকজন । গরু পাচারকারী সন্দেহে নির্বিচারে চলে গালিগালাজ ও গণপিটুনি । আকবরকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । দুষ্কৃতিদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে । যদিও এখন পর্যন্ত তাঁদের চিহ্নিত করতে পারেনি রামগড় পুলিশ ।
advertisement
স্বঘোষিত গোরক্ষা বাহিনীর হাতে মৃত্যু অবশ্য নতুন ঘটনা নয় আলওয়ারে । ২০১৭ সালে এপ্রিল মাসে আলওয়ারের ৮ নম্বর জাতীয় সড়কে গোরক্ষা বাহিনী নির্মমভাবে প্রহার করে ৫০ বছর বয়সী পেহলু খান ও তাঁর পরিবারকে । এই ঘটনায় মৃত্যু হয় পেহলু খানের । ঘটনার খবর পৌঁছেছিল সংসদেও । তোলপাড় হয়েছিল সংবাদমাধ্যম । নভেম্বর মাসে গণপিটুনিতে মৃত্যু হয় ৩৫ বছরের উমর খানের । আকবরের মৃত্যু আরও একবার প্রমাণ করে দিল আলোচনাই সার, কোনও পরিবর্তন আসেনি গত একবছরে ।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পেহলু খানের পর এবার আকবর খান, আলওয়ারে গোরক্ষা বাহিনীর হাতে মৃত্যু যুবকের
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement