#আলওয়ার: বেশ কয়েকদিন আগেই গণপিটুনি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট । গণপিটুনি নিয়ে আলাদা আইন গড়ার নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রকে । কিন্তু ছবিটা একদমই পাল্টায়নি । আবারও গোরক্ষার নামে পিটিয়ে হত্যা করা হল ২৮ বছরের এক যুবককে ।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ারের রামগড় এলাকায় । ২৮ বছরের আকবর খান ও আরও একজন দুটি গরু নিয়ে ফিরছিলেন । দুজনেই নিকটবর্তী হরিয়ানার একটি গ্রামের বাসিন্দা । হঠাৎই তাঁদের পথ আটকান বেশ কয়েকজন । গরু পাচারকারী সন্দেহে নির্বিচারে চলে গালিগালাজ ও গণপিটুনি । আকবরকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । দুষ্কৃতিদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে । যদিও এখন পর্যন্ত তাঁদের চিহ্নিত করতে পারেনি রামগড় পুলিশ ।
স্বঘোষিত গোরক্ষা বাহিনীর হাতে মৃত্যু অবশ্য নতুন ঘটনা নয় আলওয়ারে । ২০১৭ সালে এপ্রিল মাসে আলওয়ারের ৮ নম্বর জাতীয় সড়কে গোরক্ষা বাহিনী নির্মমভাবে প্রহার করে ৫০ বছর বয়সী পেহলু খান ও তাঁর পরিবারকে । এই ঘটনায় মৃত্যু হয় পেহলু খানের । ঘটনার খবর পৌঁছেছিল সংসদেও । তোলপাড় হয়েছিল সংবাদমাধ্যম । নভেম্বর মাসে গণপিটুনিতে মৃত্যু হয় ৩৫ বছরের উমর খানের । আকবরের মৃত্যু আরও একবার প্রমাণ করে দিল আলোচনাই সার, কোনও পরিবর্তন আসেনি গত একবছরে ।
Rajasthan: Man named Akbar allegedly beaten to death by mob in Alwar's Ramgarh last night on suspicion of cow smuggling, police investigation underway
— ANI (@ANI) July 21, 2018