১৯ রাজ্যের পর এবার ১৯-এ বাংলা জিতবে বিজেপি, পুরুলিয়ায় অমিত শাহর হুঁশিয়ারি

Last Updated:

লোকসভা ভোটে অলআউট লড়াই। রাজ্যে এসে বিজেপি কর্মীদের বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি ।

#কলকাতা: লোকসভা ভোটে অলআউট লড়াই। রাজ্যে এসে বিজেপি কর্মীদের বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি । লোকসভা ভোটে এরাজ্যে ৫০ শতাংশ আসন দখলের লক্ষ্যমাত্রাও বেঁধে দিলেন অমিত শাহ।
প্রায়োরিটি পশ্চিমবঙ্গ। লোকসভা ভোটে এরাজ্যে থেকে বড় সাফল্যের আশায় গেরুয়া শিবির। রাজ্যে এসে তাই দলীয় নেতা-কর্মীদের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন বিজেপি সভাপতি।
advertisement
এদিন তারাপিঠে পুজো দিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ ৷ শিমুলিয়া ময়দানে জনসভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি ৷
advertisement
এদিন তিনি বলেন,
হিংসা বাংলার সংস্কৃতি নয় ৷ আগে বাংলায় রবীন্দ্র সংগীত চলত ৷ এখন বোমা-গুলির শব্দ শোনায় তৃণমূল ৷ সন্ত্রাস করে বেশিদিন সরকারে থাকা যাবে না ৷ পঞ্চায়েত ভোটে মনোনয়নে বাধা দেওয়া হয় ৷ মানুষকে ভোট দিতেও বাধা দেয় তৃণমূল ৷ আমাদের কর্মীদের মারধর করা হয়েছে ৷ ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে শাসকদল ৷ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ৷ ভোটে ২০ জন বিজেপি কর্মী নিহত হয়েছে ৷ এই সরকারের ক্ষমতায় থাকার যোগ্যতা নেই ৷ তৃণমূল সরকারকে উপড়ে ফেলুন ৷
advertisement
সূত্রের খবর, রাজ্যে সাইবার সেলের কাজ নিয়ে ক্ষোভ গোপন রাখেননি অমিত শাহ। পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করার পর বিজেপির নজরে এই জেলা। সঙ্গে বুথভিত্তিক সংগঠনের দিকে তাকিয়ে শুরু হচ্ছে লোকসভা যাত্রার মতো রাজনৈতিক কর্মসূচি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
১৯ রাজ্যের পর এবার ১৯-এ বাংলা জিতবে বিজেপি, পুরুলিয়ায় অমিত শাহর হুঁশিয়ারি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement