Alipurduar News: মধু বাগানে হাতি হানা দিয়ে খেয়ে গেল ডাল, রুটি!

Last Updated:

বুনো হাতির তাণ্ডবের কথা অজানা নয়। তবে হাতি এসে ঘরে তাণ্ডব চালিয়ে রুটি, ডাল খেয়ে যাওয়ার ঘটনায় তাজ্জব মধু বাগানের সকলে। শুক্রবার ভোরে বক্সার জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে যায় মধু চা বাগান এলাকায়।

+
title=

#আলিপুরদুয়ার : বুনো হাতির তাণ্ডবের কথা অজানা নয়। তবে হাতি এসে ঘরে তাণ্ডব চালিয়ে রুটি, ডাল খেয়ে যাওয়ার ঘটনায় তাজ্জব মধু বাগানের সকলে। শুক্রবার ভোরে বক্সার জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে যায় মধু চা বাগান এলাকায়। হাতির আওয়াজ শুনেই ভয়ে তটস্থ হয়ে যায় চা বাগানের বাসিন্দারা। ঘর থেকে বের হননি কেউই।কারণ হাতির হানায় মৃত্যুর ঘটনা সম্প্রতি ঘটেছে বিভিন্ন স্থানে। হাতির মুখে পড়ে প্রাণ খোয়াতে রাজি না কেউই। হাতি এসে তাণ্ডব শুরু করে মধু চা বাগান এলাকায়।
প্রথমে সুপরি গাছ ভাঙতে শুরু করে বুনো হাতিটি। তারপর শ্রমিকদের ঘরের দিকে এগিয়ে চলে সেটি। জানা যায় শুক্রবার ভোর সকালে বুনো হাতি মধু চা বাগানে প্রবেশ করে । বুনো হাতিটি প্রথমে এলাকার বাসিন্দা কিশুন ওরাঁও ঘরে হানা দেয়। সেই ঘরের বেড়া ভেঙে দেয়। পরবর্তীতে বুনো হাতিটি শিবানি ওরাঁও এর বাড়িতে হানা দেয়। ঘর ভেঙে ফেলার পাশাপাশি তার রান্নাঘরেও হানা দেয়।
advertisement
কোনওরকম ঘর থেকে বেড়িয়ে প্রাণে রক্ষা পান শিবানি। তিনি দুর থেকে দেখেন রান্নাঘরে রাখা রুটি, ডাল, সব্জী খেয়ে চলে যাচ্ছে হাতিটি। পরবর্তীতে বিরশু খড়িয়ার দোকানে হানা দিয়ে দোকান ভেঙে দেয় হাতিটি। শিবানি জানান, বাগানে কাজ করতে যান তাই ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে রান্না করেন। সেই খাবার বাগানে নিয়ে যান।ভোরে হাতি এসে খাবার খেয়ে নিল। এদিন বাগানে আর খাবার নিয়ে যেতে পারেননি তিনি।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: মধু বাগানে হাতি হানা দিয়ে খেয়ে গেল ডাল, রুটি!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement