পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত! পুজোর মুখে বুকিং নেই চিলাপাতা ফরেস্টে, বাড়ছে চিন্তা

Last Updated:

Tourism business down before Durga Puja 2022 at Chilapata: ডুয়ার্সের যত জঙ্গল রয়েছে তারমধ্যে চিলাপাতাকে সবচেয়ে গভীর জঙ্গল বললে ভুল হবে না। এই জঙ্গলে পর্যটকদের ভিড়ও খুব বেশি হয় না। সেই কারণেই হয়ত জঙ্গলের মধ্যে শান্তি অনুভূত হয়।

+
অন্যতম

অন্যতম গহীন বন চিলাপাতা জঙ্গল 

#আলিপুরদুয়ার: পুজোর প্রাক্কালে বুকিং থেকে ব্রাত্য চিলাপাতা। পর্যটন কেন্দ্র সম্পর্কে প্রচারের আর্জি রাজ্য সরকারের কাছে জানিয়েছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরা। ঘন গভীর জঙ্গল বলতে যা বোঝায় চিলাপাতা জঙ্গল তার মধ্যে অন্যতম। ডুয়ার্সের যত জঙ্গল রয়েছে তারমধ্যে চিলাপাতাকে সবচেয়ে গভীর জঙ্গল বললে ভুল হবে না। এই জঙ্গলে পর্যটকদের ভিড়ও খুব বেশি হয় না। সেই কারণেই হয়ত জঙ্গলের মধ্যে শান্তি অনুভূত হয়। ডুয়ার্স সফরে গিয়ে সকলে সবার আগে ছুটে যান গরুমারা, জলদাপাড়া, হলং, জয়ন্তীতে। চিলাপাতা ফরেস্টে খুব বেশি মানুষের আনাগোনা হয় না। ডুয়ার্সের এই জঙ্গল যাত্রা অতি মনোরম, আদিম আর বন্যতায় ভরা।
আলিপুর দুয়ার জেলা সদর থেকে ২০ কিমি দূরে ডুয়ার্সের একটি অন্যতম পর্যটন কেন্দ্র চিলাপাতা। ডুয়ার্সের অন্যতম বড় বনাঞ্চল এই চিলাপাতা ফরেস্ট। দীর্ঘ তার পরিসর। তোর্সা নদীর পাড়ে রয়েছে এই চিলাপাতা ফরেস্ট। এ ছাড়াও অনেক ছোট বড় নদী রয়েছে। চিলাপাতার গহীন জঙ্গলের সবটা একদিনে দেখে শেষ করা যায় না। এতটাই বড় এই জঙ্গল। গাইডরাও সব জায়গা ঘুরিয়ে শেষ করতে পারে না। পর্যটকদের সংখ্যাও এখানে অনেকটা কম।
advertisement
আরও পড়ুন: অনুব্রতর 'বেনামী' সম্পত্তির মালিক, কে এই আব্দুল লতিফ? বিস্ফোরক তথ্য চমকে দেবে
চিলাপাতার জঙ্গলের একটা বড় ইতিহাস রয়েছে। এই জঙ্গলকে বলা হয়ে থাকে কোচ রাজাদের মৃগয়াক্ষেত্র। এখানে তাঁরা শিকার করতে আসতেন। কোচরাজার সেনাপতি ছিলেন চিল্লা। তিনি চিলের মতো ছোঁ মেরে শত্রু নিধন করতে পারতেন। তাঁর নামেই এই অরণ্যের নাম রাখা হয়েছিল চিলাপাতা। রেঞ্জ অফিস থেকে পারমিট করিয়ে তবে এই জঙ্গলে প্রবেশ করা যায়। সকাল ৫'টা থেকে চলে জঙ্গল সাফারি। বিকেল ৫টায় শেষ সাফারি। কোচ রাজাদের গড়ের ভগ্নাবশেষেরও দেখা মেলে সেখানে। গণ্ডার, হাতি, গাউরের মত একাধিক জন্তুর দেখা মিলবেই। হরিণ, বাইসন তো রয়েছে। আবার বাঘ, চিতাবাঘেরও দেখা মিলতে পারে ভাগ্য সদয় থাকলে। চিলাপাতা জঙ্গলের মধ্যেই রয়েছে নল রাজাদের গড়। সেটা ভগ্ন প্রায় দশা। কিন্তু গাইডরা সেই নল রাজাদের গড়ের কাহিনী শুনিয়ে দেবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সুকন্যাকে জেরা করতে অনুব্রতর বাড়িতে CBI, বেরিয়ে এলেন মাত্র ১০ মিনিটেই! বাড়ছে রহস্যে
চিলাপাতায় গড়ে উঠেছে একাধিক রিসোর্ট, হোম স্টে। মাঝে পর্যটকদের দেখা মিলেছে। কিন্তু এ বছর পুজোর প্রাক্কালে বুকিং নেই চিলাপাতায়।চিন্তার ভাঁজ পর্যটন ব্যবসায়ীদের কপালে। তাঁরা রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন যাতে চিলাপাতা পর্যটন নিয়ে প্রচার চালানো হয়। পর্যটন ব্যবসায়ীদের কথায় একটু ভেতরে হওয়ায় এই পর্যটনস্থল সম্পর্কে অনেক পর্যটক ঠিকমতো জানেন না। রাজ্য সরকার এগিয়ে না এলে ব্যবসায় কালো মেঘ ঘনিয়ে আসবে।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত! পুজোর মুখে বুকিং নেই চিলাপাতা ফরেস্টে, বাড়ছে চিন্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement