Durga Puja 2023: চা শ্রমিকদের আনন্দ দিতে থিম পুজো

Last Updated:

আলিপুরদুয়ারের চা বাগান শ্রমিকদের আনন্দ দিতে আয়োজন করা হয়েছে থিম পুজোর

+
কাল্পনিক

কাল্পনিক পুজোর মন্ডপ

আলিপুরদুয়ার: বোনাস নিয়ে জটিলতায় মন ভাল নেই চা শ্রমিকদের। সেই তাঁদের মুখে পুজোর সময় একটু হাসি ফোটাতে কালচিনিতে আয়োজন করা হয়েছে থিম পুজোর। সুতো, থার্মোকল দিয়ে ক্লাবের সদস‍্যরা তৈরি করছেন আকর্ষণীয় মণ্ডপ।
কালচিনির শ‍্যামাপ্রসাদ সংঘ প্রতিবছর দুর্গাপুজো কথে। চা শ্রমিকদের মন ভাল করার চেষ্টা করেন তাঁরা। এবছর তাঁদের থিম পরীর দেশ। এই পুজো সকলের নজর কাড়বে বলে আশাবাদী আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের শ্যামা প্রসাদ সংঘের দুর্গাপুজো কমিটির সদস‍্যরা।
advertisement
advertisement
চা বলয়ের ছোট শিশুদের কথা মাথায় রেখেই এমন থিম বেছে নেওয়া হয়েছে। তবে শুধু বাচ্চারা নয়, চা বাগানের শ্রমিক মা-বাবারাও এই থিম দেখে খুশি হবেন বলে পুজো কমিটির দাবি। পুজো কমিটির পক্ষ থেকে রাজা সাহা জানান, শ্রমিকদের বোনাস নিয়ে সমস‍্যা আছে। তবুও পুজোর সময় তাঁরা আনন্দ করতে চন। এই থিমের মধ‍্য দিয়ে আমরা তাঁদের একটু কল্পনার জগতে নিয়ে যেতে চাই। যাতে এই সময়ে সকলের মনটা ভাল থাকে।
advertisement
ক্লাব সদস‍্যরা নিজেরাই হাত লাগিয়ে তৈরি করছেন মণ্ডপ। এছাড়া এবছর ক্লাব ঘরেই তৈরি হয়েছে দেবী দুর্গার প্রতিমা। দুর্গার পরনে থাকবে বেনারসি শাড়ি।
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja 2023: চা শ্রমিকদের আনন্দ দিতে থিম পুজো
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement