Alipurduar News: বৃষ্টির অভাবে চা গাছে পাতা নেই! মাথায় হাত গোটা শিল্পের
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
এই বছর ডুয়ার্স ও তরাইয়ে শীতের শেষে বৃষ্টি হয়নি বলতে গেলে। আর তাতেই মুখ থুবড়ে পড়ার মুখে গোটা চা শিল্প। গাছে পাতা হচ্ছে না। এই পরিস্থিতিতে মাথায় হাত চা ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক সকলের
আলিপুরদুয়ার: সকাল ৬ টায় সাইরেন বাজলেই শ্রমিকরা হাজির হয়ে যান চা বাগানে। দীর্ঘদিন ধরে এটাই হয়ে আসছে। কিন্তু আজকাল বাগানে গেলেও দেখা মেলেনা চা পাতার। শীতের মরশুম শেষে চা বাগানে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের মুখে একটাই কথা পাতা কোথায়? চলতি বছর শীতের শেষে বৃষ্টি হয়নি ডুয়ার্সে। তরাইয়ের কিছু এলাকায় বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয়। ফলে চা পাতা বাড়তে পারেনি। আর তাতেই মাথায় হাত পড়েছে চা শিল্পের।
প্রতি বছর শীত শেষ হতে না হতেই চা পাতা তোলা শুরু করার অনুমতি দেওয়ার জন্য চা সংগঠনগুলি অনুরোধ শুরু করে চা পর্ষদকে। কিন্তু চলতি বছর সম্পূর্ণ উল্টো ছবি। চা পর্ষদ পাতা তোলার অনুমতি দিয়েছে। কিন্তু পাতার দেখা নেই চা গাছে।
advertisement
advertisement
বৃষ্টির অভাবে ফার্স্ট ফ্লাশ চা তৈরি হওয়াই এবার অনিশ্চিত হয়ে পড়েছে। এখন দিনের বেলায় তাপমাত্রা থাকছে ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। রাতে আবার তাপমাত্রা অনেকটা কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাচ্ছে। এই তারতম্যের কারণে চা গাছে পাতা হচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চা গাছের বৃদ্ধি আবহাওয়া-নির্ভর। চা বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে আবহাওয়া অনেকটাই বদলেছে। ফলে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করে এবার প্রচলিত চা চাষ পদ্ধতি বদলাতে হবে। না হলে চা শিল্প বাঁচানো সম্ভব নয়।গতবছর ১.২ মিমি বৃষ্টি হয়েছিল এই সময়। যার ফলে চা গাছের গোড়ায় জল জমে নতুন পাতা বেরিয়েছিল।এবছর বৃষ্টির পরিমাণ মাত্র ০.৬ মিমি। তাই গাছের গোড়াতে জল জমেনি। যার ফলে চা বাগানজুড়ে রুক্ষভাব লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 10:26 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বৃষ্টির অভাবে চা গাছে পাতা নেই! মাথায় হাত গোটা শিল্পের