হোম /খবর /আলিপুরদুয়ার /
কুষ্ঠর বিরুদ্ধে 'যোদ্ধা' পড়ুয়ারা, বাড়ি বাড়ি পৌঁছে দেবে লড়াইয়ের বার্তা

Alipurduar News: কুষ্ঠ নিয়ে সচেতন করতে আসরে নামছে পড়ুয়ারা

X
title=

সাধারণ মানুষকে কুষ্ঠ রোগ নিয়ে সচেতন করতে এবার ময়দানে নামবে পড়ুয়ারা

  • Share this:

আলিপুরদুয়ার: কুষ্ঠ রোগ নিয়ে সাধারণ মানুষকে এবার সচেতন করবে স্কুলের ছাত্রছাত্রীরা। এমনই সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার প্রশাসন। কালচিনি ব্লক দিয়ে শুরু হতে চলেছে এই বিশেষ অভিযান। এই ব্লকে কুষ্ঠ রোগীদের খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে পড়ুয়াদের ওপর।

কালচিনি ব্লকের ইউনিয়ন অ্যাকাডেমি হাইস্কুলে কুষ্ঠ রোগ নিয়ে একটি সচেতনতা শিবির আয়োজিত হয়। যেখানে ব্লকের স্বাস্থ্য কর্মীরা ও ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক উপস্থিত হয়ে পড়ুয়াদের কুষ্ঠ রোগ নিয়ে বোঝান। কীভাবে জনগণকে সচেতন করতে হবে তাও বুঝিয়ে বলেন। এই রোগ কীভাবে ছড়াতে পারে এবং তা রুখতে কী কী করণীয় এ সম্পর্কে পড়ুয়াদের সম্পূর্ণরূপে অবগত করা হয়েছে।

আরও পড়ুন: চোরের বদলে বল ধরল পুলিশ! জয়নগরের মাঠে ঠিক কী হল

ওই অনুষ্ঠানে ব্লক স্বাস্থ্য দফতরের কর্মীরা ব্লকটিকে কুষ্ঠমুক্ত রাখার শপথ নেন। এই শপথে সামিল করা হয় পড়ুয়াদের। কালচিনি ইউনিয়ন অ‍্যাকাডেমির পড়ুয়ারা এর আগেও সমাজসেবায় নিজেদের সঁপে দিয়েছে। কুষ্ঠ রোগী চিহ্নিত করার ক্ষেত্রে তাদের এই উদ্যোগে যথেষ্ট কার্যকারী হবে বলে আশা করছে স্বাস্থ্য দফতর।

এই বিষয়ে ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুভাষ কর্মকার জানান, ব্লকে কুষ্ঠ রোগ নিয়ে সচেতনতা অভিযান শুরু হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই দু'সপ্তাহ ব্লকের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। বর্তমানে কালচিনি ব্লকে ২০ জন কুষ্ঠ রোগী আছেন বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।

অনন্যা দে

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Alipurduar news, Kalchini